NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
আমাদের যাত্রা সবে শুরু, মেঘালয়ে পা রেখেই বললেন মমতা
ওয়েটুবরাক, ১৩ ডিসেম্বর: প্রথমবার শিলং সফরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি নিজেই প্রথম সফরের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, “মেঘালয়বাসীর ভালবাসা, উষ্ণতা ও সমর্থনের জন্য অনেক অভিনন্দন। সুন্দর পাহাড়ি রাজ্যে আপনাদের সারল্য মনছোঁয়া। রাজ্য পা দেওয়ার সঙ্গ সঙ্গে যে হাসিমুখ ও আনন্দের সঙ্গে আমায় স্বাগত জানানো হল- তা চিরদিন মনে থাকবে।” আরও লেখেন, “এত সম্ভাবনাময় রাজ্যের মানুষের আরও ভালভাবে বাঁচার অধিকার রয়েছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, তাঁদের দাবি-দাওয়ার কথা মন দিয়ে শুনব, তাঁদের মঙ্গলকেই অগ্রাধিকার দেব।”
তিনি বলেন, আমাদের যাত্রা সবে শুরু হয়েছে, এখনও অনেক পথ হাঁটা বাকি। আজ মঙ্গলবার রাজ্য গ্রন্থাগার প্রেক্ষাগৃহে কর্মী সম্মেলনে অংশ নেবেন মমতা। সেখানে সব জেলা ও ব্লক কমিটির নেতা ও সদস্যরা থাকবেন। বিকেলে উইন্ডারমেয়ার রিসর্টে তাঁর প্রাক-বড়দিন উৎসব পালনে অংশ নেওয়ার কথা আছে। সেখানে অনাথ শিশুরা ছাড়াও হাজির থাকবেন খাসি ও জয়ন্তীয়া জনগোষ্ঠীর জনজাতি প্রধানরা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।