Barak UpdatesHappeningsBreaking News

আজ মনোনয়ন পত্র জমা করবেন কাছাড়ের কংগ্রেস প্রার্থীরা

ওয়েটুবরাক, ১১ মার্চ: রাত এগারোটা পর্যন্ত চরম অনিশ্চয়তায় ছিলেন কংগ্রেস নেতৃবৃন্দ৷ এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং ফোনে প্রার্থীদের মনোনয়নের কথা জানিয়ে দিলেও উৎকণ্ঠা কাটছিল না৷ এ দিকে, সন্ধ্যাতেই শহর কংগ্রেসের পক্ষ থেকে সকল দলীয় কর্মীদের সকালে ইন্দিরা ভবনে জমায়েত হতে অনুরোধ জানানো হয়৷ সেখান থেকে শোভাযাত্রা করে তারা প্রার্থীদের নিয়ে যাবেন জেলাশাসকের কার্যালয়ে৷ কিন্তু প্রার্থী কারা, এরই ঘোষণা হচ্ছিল না৷ শেষে রাত সওয়া ১১টায় তালিকা ঘোষণা হলে ঘাম দিয়ে জ্বর ছাড়ে নেতাদের৷ জানিয়ে দেওয়া হয়, পরিকল্পনামতই শিবচতুর্দশীর দিনে মনোনয়ন পত্র দাখিল করবেন কংগ্রেস প্রার্থীরা৷

Rananuj

কাছাড় জেলার দলীয় প্রার্থীরা হলেন শিলচরে তমালকান্তি বণিক, ধলাইয়ে কামাখ্যাপ্রসাদ মালা, উধারবন্দে অজিত সিং, লক্ষীপুর মুকেশ পাণ্ডে, বড়খলায় মিসবাহুল ইসলাম লস্কর এবং কাটিগড়ায় খলিলউদ্দিন মজুমদার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker