NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
আইজলের জেলে উদ্ধার কাছাড়ের খালাশির ঝুলন্ত মৃতদেহ, ক্ষোভ
ওয়েটুবরাক, ১০ ফেব্রুয়ারিঃ অয়েল ট্যাঙ্কারের চালক হত্যার অভিযোগে ধৃত খালাশির মৃতদেহ উদ্ধার হয়েছে। মিজোরাম পুলিশ জানিয়েছে, বিচারাধীন নৃপেন সিংহ আইজল সেন্ট্রাল জেলের একটি কুঠুরিতে একাই ছিলেন। বুধবার সকালে তাঁকে নিজের শার্ট খুলে ফাঁসিতে ঝুলতে দেখা যায়। একে আত্মহত্যার ঘটনা বলেই উল্লেখ করেন তাঁরা।
প্রবীণ এবং নৃপেন দুজনই অসমের কাছাড় জেলার বাসিন্দা। গত ২৯ জানুয়ারি তাঁরা অয়েল ট্যাঙ্কার নিয়ে মিজোরামে রওয়ানা হয়েছিলেন। সারচিপে তেল খালি করে ফেরার পথে ৩০ জানুয়ারি রাতে প্রবীণ খুন হন। নৃপেন তখন পালিয়ে যান। পরদিন লরির কাছে এলেই সাইরেং এলাকার একদল জনতা তাকে আটকে পুলিশের হাতে তুলে দেন।
মিজোরামের পুলিশ সুপার সি লালরুয়াইয়া জানান, সে থেকে নৃপেন আদালতের নির্দেশে সেন্ট্রাল জেলেই ছিল। তার আত্মহত্যার খবর পেয়ে তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছেন। পরে সরকারের তরফে মৃতদেহ কাছাড়ে পাঠানো হবে। কাছাড়ের এসপি রমনদীপ কৌর বলেন, বিষয়টি মিজোরাম পুলিশের আওতাধীন। আত্মহত্যার কথা তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
এ দিকে, প্রবীণের পর নৃপেনের মৃত্যুর খবরে কাছাড় জেলায় ক্ষোভ দেখা দিয়েছে। প্রবীণের মৃত্যুর পরই এলাকাবাসী অভিযোগ করেছিলেন, মিজোরা তাঁকে খুন করেছে। ভয়ে নৃপেন সেই রাতে পালিয়ে গিয়েছিলেন। পরদিন লরির সামনে যেতেই তাকে মারপিট করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। কাছাড়ের রামপ্রসাদপুরবাসী সে দিন অসম পুলিশকে দিয়ে হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানিয়ে সড়ক অবরোধ করেছিলেন। নৃপেন হত্যার খবর পেয়েই দলে দলে মানুষ এক জায়গায় জড়ো হন। তাঁরা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাঁদের কথায়, প্রবীণ-নৃপেন একে অপরকে মেরে ফেলার কোনও কারণ থাকতে পারে না।