Barak UpdatesHappeningsBreaking News

অম্বিকাপট্টি শিবমন্দিরে ভক্তদের ভিড়

ওয়েটুবরাক, ১২ মার্চ: করোনার আতঙ্ক কাটিয়ে ধুমধাম সহ বরাক উপত্যকায় শিব চতুর্দশী পালিত হচ্ছে৷ শিলচর অম্বিকাপট্টি অম্বিকেশ্বর শিবমন্দিরে বৃহস্পতিবার দুপুর থেকেই ভক্তদের ভিড় জমে৷ কিশোরী থেকে বৃদ্ধা, বিভিন্ন বয়সের ভক্তরা গিয়েছেন শিববন্দনায়৷ ছিলেন পুরুষরাও৷ অনেক রাত পর্যন্ত চলে শিবলিঙ্গে দুধ ঢেলে পূজার্চনা৷ তবে মন্দির কমিটির সুন্দর ব্যবস্থাপনার দরুন সুশৃঙ্খলভাবে সবাই পূজা দেন৷ আয়োজকরা শুরু থেকে শেষ পর্যন্ত মন্দির প্রাঙ্গণে বসে থাকেন৷ আজ শুক্রবার সকাল থেকেই ব্রতীরা মন্দিরে আসছেন৷ এ দিন বৃহস্পতিবারের চেয়ে বেশি ভিড় হবে বলে আশা করছেন মন্দির কমিটির কর্মকর্তারা৷ সুশীলকুমার কর, বিশ্বজিৎ দেব প্রমুখ বলেন, ভিড় হলেও এখানে সুশৃঙ্খলভাবেই সবাই পূজার্চনা করবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker