Barak UpdatesHappeningsBreaking News
অটো, ই-রিকশায় দ্বিগুণ ভাড়া, জেলাশাসককে স্মারকপত্র
৯ ডিসেম্বর: সরকারি নির্দেশ মেনে অটো ও ই-রিক্সা পুরনো ভাড়ায় চলাচলের দাবি জানিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি৷ বুধবার তাঁরা এ সংক্রান্ত এক স্মারকপত্র জেলাশাসকের নিকট প্রদান করেন।
স্মারকপত্রে উল্লেখ করা হয়, আসাম সরকার লকডাউন চলাকালে যাত্রী পরিবহণে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল, তা বর্তমানে নেই।
সরকার যাত্রী পরিবহণের ক্ষেত্রে কোভিড প্রটোকল তুলে দিয়ে যানবাহনে পুরনো ভাড়ায় যাত্রী পরিবহণের নির্দেশ দিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় তা কার্যকর হলেও কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে, শিলচর শহরে যাত্রীদের কাছ থেকে অটো ও ই-রিক্সা চালকেরা দ্বিগুণ ভাড়া আদায় করছেন। ফলে নিত্যযাত্রী সহ ছাত্র-ছাত্রীরা চরম বিপাকে পড়েছে। দশ টাকার স্থলে বিশ টাকা এবং বিশ টাকার স্থলে চল্লিশ টাকা নেওয়াতে ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে নিয়মিত যেতে-আসতে পারছে না।
স্মারকপত্র প্রদানকালে সংগঠনের জেলা কমিটির সম্পাদক গৌর চন্দ্র দাস, আপন লাল দাস, সাবির আহমেদ, টুটুন দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷ তাঁরা প্রশ্ন তোলেন, এত সবের পর প্রশাসন নীরব কেন? তারা বলেন, সরকারের নির্দেশকে অমান্য করে অটো ও ই-রিক্সা চালকেরা কী করে যাত্রীদের কাছ থেকে দিগুণ ভাড়া আদায় করছে ? এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসককে দাবি জানানো হয়, অবিলম্বে সরকারের দেওয়া নির্দেশ পালন করতে অটো ও ই-রিক্সা চালকদের প্রশাসনের পক্ষ থেকে কঠোর আদেশ প্রদান করা হোক৷ অন্যথায় ছাত্র-ছাত্রী ও জনগণের স্বার্থে সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।