NE UpdatesHappeningsBreaking News
অখিল গগৈর নেতৃত্বে লড়তে চায় আঞ্চলিক সংগঠনগুলি
আসুর সঙ্গে আজ বৈঠক
৯ সেপ্টেম্বর: কৃষক নেতা অখিল গগৈকে সামনে রেখে সব আঞ্চলিক দলকে যৌথভাবে রাজনৈতিক দল গড়ে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইর ডাক দিল ৭০ সংগঠনের যৌথ মঞ্চ।
আসু জানিয়েছে, সিএএ বিরোধী আন্দোলনের সময়ই জনতা পৃথক আঞ্চলিক দল গড়ে ভোটে লড়ার দাবি জানায়। সেই দাবি মেনেই এজেওয়াইসিপিকে সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক দল গড়ছে। কিন্তু অখিলের মতে, আঞ্চলিক সংগঠনগুলি ভিন্ন ভিন্ন দল গড়ে লড়লে ভোট ভাগাভাগি হয়ে বিজেপিরই সুবিধা হবে। তাই সব আঞ্চলিক দলকে এক হয়ে অসমবাসীকে একটি পতাকা, একটি প্রতীকের তলায় আনতে হবে। তবেই বিজেপিকে হারানো যাবে, কংগ্রেস-এআইইউডিএফের অশুভ জোট বিফল হবে, ধর্মের নামে রাজনীতি বন্ধ হবে।
মঙ্গলবার কৃষক মুক্তি মোর্চার নেতৃত্বে ৭০টি সংগঠন বৈঠক করে এক মঞ্চ হওয়ার সিদ্ধান্ত নেয়। জানানো হয়, একজোট হওয়া নিয়ে আসুর সঙ্গে বুধবার বৈঠক হবে। সিএএ বিরোধী আন্দোলনও রাজ্যের সর্বত্র ফের ছড়িয়ে দেওয়া হবে। আরও সিদ্ধান্ত হয়, রাজনৈতিক দল গড়ার আগেই যদি রাজ্যে উপ-নির্বাচন হয় অখিলকে সেখানে সর্বসম্মত নির্দল প্রার্থী করা হবে।
কিন্তু কৃষক মুক্তি ও তার সঙ্গী দলগুলির সঙ্গে আসুর নীতি-আদর্শগত কিছু ফারাক রয়েছে। ফলে পরবর্তী বৈঠকের উপরেই নির্ভর করছে আঞ্চলিক মহাজোটের ভাগ্য। তবে কংগ্রেস যে বিজেপি বিরোধী মহাজোট গড়ার প্রস্তাব রেখেছিল তা মোটেই হাওয়া পাচ্ছে না।