India & World UpdatesHappeningsCultureBreaking News
অকালে থেমে গেল ওস্তাদ রশিদ খানের সুর সফর
ওয়েটুবরাক, ১০ জুন : রবীন্দ্রসঙ্গীত থেকে গজল, শাস্ত্রীয় সংগীত থেকে ফিউশন, দেশের অন্যতম সেরা শিল্পীদের তালিকায় খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন। ৫৫ বছরে থামল ওস্তাদ রশিদ খানের সেই সুরের সফর।
দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন সঙ্গীতশিল্পী। এরপর নভেম্বরে আচমকাই ব্রেন স্ট্রোকের শিকার হন শিল্পী। গত ২২ নভেম্বর থেকে ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে। মঙ্গলবার দুপুর ৩টা ৪৫ মিনিটে থামল লড়াই। ‘আপনজন’ রশিদ খানের মৃত্যুর খবর পেয়েই সব কাজ ফেলে হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। শিল্পীর পরিবারকে সান্ত্বনা দিলেন। অভিভাবক হয়ে রশিদ খানের পরিবারের পাশে থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা।