India & World UpdatesHappeningsBreaking News
৩৭০ ধারা ইস্যুতে জম্মু-কাশ্মীর বিধানসভা রণক্ষেত্র
ওয়েটুবরাক, ৮ নভেম্বর: ৩৭০ ধারা ইস্যুতে জম্মু-কাশ্মীরে বিধানসভার অধিবেশন চলাকালীন বিধায়কদের মধ্যে জোর হাতাহাতি হয়। বৃহস্পতিবার শাসক দল এবং বিরোধী বিজেপির বিধায়করা একে অপরের কলার ধরে টানাটানি করেন, ধাক্কাধাক্কিও হয়। সভাকক্ষে হট্টগোলের পর বিধানসভার কার্যক্রম প্রথমে ২০ মিনিট এবং তারপর সারাদিনের জন্য মুলতবি করা হয়।
বৃহস্পতিবার ৩৭০ ধারা ফিরিয়ে আনতে প্রস্তাবনা পেশ করা হয়েছিল জম্মু ও কাশ্মীর বিধানসভায়। সেই সময় বিজেপি বিধায়কদের সঙ্গে হাতাহাতি শুরু হয় সজ্জাদ লোন, লাঙাতে শেখ খুরশিদ এবং পিডিপি বিধায়কদের মধ্যে। বিধায়কদের হাতাহাতির জেরে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় মার্শালদের।
আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক শেখ খুরশিদ অনুচ্ছেদ ৩৭০-এর সমর্থনে একটি পোস্টার তুলে ধরেন। এরপরই সেই পোস্টার নিয়ে আপত্তি জানায় বিজেপি। সেই থেকে ঝামেলা শুরু হয়।
এদিকে সজ্জাদ লোনের অভিযোগ, ৩৭০ ধারা ইস্যুতে বিজেপি বিধায়করা হামলা করেন শেখ খুরশিদের ওপর। তখন তিনি তাঁকে বাঁচাতে গিয়েছিলেন।
এই ধুন্ধুমার কাণ্ড নিয়ে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র শেখ বশির আহমেদ বলেন, ‘প্রতিবাদ করা এবং পোস্টার দেখানো একটি অধিকার। বিধানসভার ভিতরে প্রতিবাদ করার কিছু নিয়ম আছে। হাউসের ওয়েলে প্রবেশ করা একধরনের প্রতিবাদ। কিন্তু কেউ যদি ডেস্কের উপরে উঠে পড়েন, তাহলে তাঁরা বিধায়ক হতে পারেন না। যখন আর কোনও বিকল্প থাকে না তখন এই ধরনের বিধায়কদের মার্শাল দিয়ে বের করে আনা হয়। আমরা ২০২৪ সালে বসবাস করছি এবং মতামতের পার্থক্য বিতর্কের মাধ্যমে সমাধান করা যেতে পারে।’