Barak UpdatesHappeningsCultureBreaking News
১১ দেশের ২২টি ভাষার ছবি নিয়ে কাল থেকে বীক্ষণের চলচ্চিত্র উৎসব
৪ জানুয়ারি: বীক্ষণ সিনে কমিউনের উদ্যোগে ও দ্বিজেন্দ্র-ডলি মেমোরিয়াল লাইব্রেরির সহযোগিতায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে শিলচরে প্রেমতলার দ্বিজেন্দ্র-ডলি মেমোরিয়াল লাইব্রেরির উপরতলায় বসছে চলচ্চিত্র উৎসবের আসর। এদিন সন্ধ্যা পাঁচটায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বরাক উপত্যকার বিশিষ্ট নাট্যকার, পরিচালক ও অভিনেতা চিত্রভানু ভৌমিক।
উদ্বোধনী ছবি হিসেবে সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের বহু আলোচিত বাংলা ছবি ‘অভিযান’। ছয়দিনের ‘বড় পর্দায় ভালো ছবি’র এই উৎসবে সর্বমোট এগারোটি দেশের বাইশটি বিভিন্ন ভাষার বহু প্রশংসিত ছবি দেখানো হবে । এছাড়া উৎসবের প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিভিন্ন ছবি প্রদর্শিত হবে । একইসঙ্গে উৎসবের ওপেন ফোরামে আয়োজিত হবে চলচ্চিত্র বিষয়ক আলোচনা সভাও। উৎসব চলবে রবিবার পর্যন্ত।