India & World Updates

মহর্ষি মহেশ যোগীর নামে ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
Prime Minister released postage stamps in the name of Maharishi Mahesh Yogi

১ সেপ্টেম্বর : মহর্ষি মহেশ যোগীর নামে ডাকটিকিট প্রকাশিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট উন্মোচন করেন। দিল্লির বিজ্ঞান ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহর্ষি শিক্ষন সংস্থার চেয়ারম্যান ব্রহ্মচারী গিরিশও। মহেশ যোগী ছাড়াও ভারতীয় ঐতিহ্যের প্রতীক যোগ-আয়ুর্বেদ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও ১১ জন মহান সাধক ও  স্বাস্থ্য বিশেষজ্ঞের নামে ডাকটিকেট প্রকাশিত হয়।

Rananuj

প্রসঙ্গত, যোগ এবং আয়ুর্বেদের মূল ভাবধারা প্রচারক ছিলেন যোগী মহেশ। তিনি একজন অগ্রণী যোগী এবং শিক্ষক হিসেবে ছিলেন পরিচিত। বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া তাঁর ভাবাতীত ধ্যান সমাজকে বিকশিত করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ দিকে, মহেশ যোগীর নামে ডাকটিকিট প্রকাশিত হওয়ায় খুশির জোয়ার বইছে সব মহর্ষি বিদ্যমন্দিরে। ব্যতিক্রম নয় শিলচর মহর্ষিও। বিদ্যালয় প্রধান শমিতা দত্ত বলেন, এ পদক্ষেপ সত্যিই ঐতিহাসিক। ত্যাগের স্বীকৃতি পেয়েছেন মহর্ষি। পড়ুয়াদের মহেশ যোগীর আদর্শ, ভাবধারা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker