India & World UpdatesBreaking News

পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ১০ জুন পর্যন্ত বন্ধ
West Bengal schools and colleges closed till June 10

১১ এপ্রিল: পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে শনিবার ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা সেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ছে। আর রাজ্যের স্কুল-কলেজগুলি বন্ধ থাকবে ১০ জুন পর্যন্ত।

করোনার প্রকোপ ঠেকাতে কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখার আর্জি জানিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। অমিত শাহকে জানিয়েছেন, বাংলার তিন দিকে সীমান্ত রয়েছে। বাইরে থেকে লোক ঢুকে পড়ার চেষ্টা করছেন।অবিলম্বে তা বন্ধ করতে হবে। নইলে বাংলা বিপদে পড়লে গোটা উত্তর-পূর্ব ভারত বিপদে পড়বে। আন্তর্জাতিক বিমানের ওঠানামা এবং দূরপাল্লার ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখতেও কেন্দ্রীয় সরকারকে আর্জি জানিয়েছেন মমতা।মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন আগামী দুই সপ্তাহ গুরুত্বপূর্ণ। কষ্ট হচ্ছে বুঝতে পারছি। কিন্তু বাড়িতে থাকুন৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker