Barak UpdatesHappeningsBreaking News

শিব চতুর্দশীতে ভুবন সহ বরাকে চারজনের প্রাণহানি

ওয়েটুবরাক, ১৯ ফেব্রুয়ারি : শিব চতুর্দশী পালন করতে গিয়ে শনিবার বরাক উপত্যকায় চারজন প্রাণ হারান৷ কাছাড় জেলায় শৈব তীর্থ ভুবন পাহাড়ে মারা গিয়েছেন দুইজন৷ পাহাড় চড়ার সময় হৃদরোগে আক্রান্ত হন ধলাইবাজারের বাসিন্দা রঞ্জিৎ পাল (৪৫) ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ শনিবার পাহাড় চড়ে ভুবন মন্দিরে গিয়ে নিখোঁজ হন বুদ্ধিমান রী নামে এক যুবক৷ রবিবার পাহাড়ে এক ঝর্ণার পাশে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ পুলিশের অনুমান, রাতে পাহাড় থেকে নামতে গিয়ে পা হড়কে পড়ে যান লক্ষ্মীপুর মহকুমার দেওয়ান চা বাগানের শ্রমিক বুদ্ধিমান৷
অন্য দুই শিবভক্তের মৃত্যু হয় করিমগঞ্জ জেলার নিভিয়াতে৷ রাতে শিবমন্দিরে গিয়ে মোটর সাইকেল থামানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক৷ মন্দিরের দেওয়ালে ধাক্কা মেরে দুই যুবক প্রাণ হারান৷ তাঁরা হলেন রমেশ রবিদাস ও গৌতম ভর৷ একই বাইকের তৃতীয় আরোহী অমৃতলাল ভরত গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker