India & World UpdatesHappeningsBreaking News
লকডাউনে ২০ লক্ষ মিল রান্না করা খাবার বিতরণ করেছে রেল
২১ এপ্রিল : লকডাউনের মধ্যে বিভিন্ন এলাকায় অসহায় লোকদের মধ্যে ২০ লক্ষ মিল অর্থাৎ রান্না করা খাবার বিতরণ করেছে। রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গত ২৮ মার্চ থেকে বিভাগ আইআরসিটিসি-র রান্নাঘর, আরপিএফ ও বিভিন্ন এনজিও-র মাধ্যমে অসহায়দের মধ্যে দুপুরের খাবার হিসেবে কাগজের প্লেটে রান্না করা খাবার ও রাতে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। এতে আরও বলা হয়েছে, এই খাদ্য বিতরণ করার সময় সামাজিক দূরত্ব ও পরিস্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে। এই কর্মসূচিতে আরপিএফ, জিআরপি ছাড়াও সংশ্লিষ্ট জোনের কমার্শিয়াল বিভাগ, রাজ্য সরকার, জেলা প্রশাসন ও এনজিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
রেলের পক্ষ থেকে আরও জানানো হয়, এই রান্না করা খাবার নয়া দিল্লি, বেঙ্গালুরু, হুবলি, মুম্বাই সেন্ট্রাল, আহমেদাবাদ, হাওড়া, পাটনা, গয়া, রাচি, কাটিহার, বালাসোর, বিজয়ওয়াড়া, খুরদা, ধানবাদ, তিরুচিরাপল্লি, গুয়াহাটি, প্রয়াগরাজ, বিশাখাপত্তনম, পুনে, হাজিপুর, রায়পুর, টাটানগর ইত্যাদি স্থানের আইআরসিটিসি-র মাধ্যমে বিতরণ করা হয়েছে। এই পুরো মিলের মধ্যে ১১.৬ লক্ষ মিলের ব্যবস্থা করেছে আইআরসিটিসি, ৩.৬ লক্ষ আরপিএফ, ১.৫ লক্ষ রেলের কমার্শিয়াল ও অন্য ডিপার্টমেন্টের মাধ্যমে এবং ৩.৫ লক্ষ মিল এনজিও ও রেলের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দান করা হয়েছে।