NE UpdatesHappeningsBreaking News
রবিবার রাত ৮টা পর্যন্ত ২৫৪০টি ওষুধের হোম ডেলিভারির আবেদন এসেছে : হিমন্ত
২৬ এপ্রিল : রাজ্য সরকার রবিবার রাত ৮টা পর্যন্ত দুর্লভ ওষুধ পৌঁছে দেবার ২৫৪০টি অনুরোধ পেয়েছে। এ দিন রাতে এক ট্যুইট বার্তায় এ কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। লকডাউনের মধ্যে দুর্লভ ওষুধ সাধারণ মানুষের বাড়ি পৌঁছে দেবার জন্য ‘ধন্বন্তরী’ নামে একটি প্রকল্প চালু করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।
So heartening with the kind of impact our Dhanvantari initiative is creating.Till 8 pm,2540 requests for medicines received out of which 766 deliveries done at homes. Medicines for 10 dist despatched from Guwahati and we're hopeful of reaching 1000 + patients by tomorrow morning. pic.twitter.com/XmJ7OLyvIj
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 26, 2020
এই প্রকল্পের আওতায় সুবিধা নিতে ইতিমধ্যেই বহু মানুষ আবেদন করেছেন। এ কথা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ধন্বন্তরী প্রকল্পটি যথেষ্ট উতসাহজনক হয়ে ঊঠেছে। রাত ৮টা পর্যন্ত ২৫৪০টি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৭৬৬ জনকে তাদের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। ১০টি জেলায় ওষুধ গুয়াহাটি থেকে পাঠানো হয়েছে। আমরা খুব আশাবাদী যে, সোমবার সকাল পর্যন্ত ১০০০ জন রোগীকে ওষুধ পৌঁছে দেওয়া সম্ভব হবে।’