Barak UpdatesAnalyticsBreaking News
ইন্ডিয়ান আইডলে সুযোগ পেলেন শিলচরের মৈথেলী, দেখা যাবে ১৪-১৫ অক্টোবর
ওয়ে টু বরাক, ১৩ অক্টোবর ঃ শিলচরের মেয়ে মৈথিলী সোম এ বার সোনি চ্যানেলের ইন্ডিয়ান আইডলে সুযোগ পেয়েছেন। আগামী ১৪ ও ১৫ অক্টোবর তাঁকে প্রথমবারের মতো ইন্ডিয়ান আইডলের মঞ্চে দেখা যাবে। মৈথিলী শিলচরের বাসিন্দা দেবজিত সোমের মেয়ে এবং শহরের পুরনো বাসিন্দা অজিত কুমার সোম ও মঞ্জু সোমের নাতনি।
দেবজিত কর্মসূত্রে দীর্ঘদিন সুদূর দক্ষিণ আফ্রিকায় ছিলেন। ফলে মৈথিলীও বড় হয়েছে সেখানেই। কিন্তু দেশ থেকে অনেক দূরে থাকলেও এই পরিবারটি নিজেদের শেকড়কে ভুলে যায়নি। মৈথিলী ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত। হাতেকড়ি মায়ের কাছে। সেখানে থেকেই ভারতীয় সঙ্গীতের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ভাষায় সঙ্গীতের চর্চা করে খ্যাতি অর্জন করেছেন তিনি। মৈথিলী সেখানকার একটি ব্যান্ড আফরিন্দের সঙ্গে যুক্ত। আসলে আফ্রিকা ও ইন্ডিয়ার সঙ্গীত দুনিয়ার দিকে চোখ রেখেই ব্যান্ডটি তৈরি করা হয়েছিল।
বর্তমানে মৈথিলী রয়েছেন মুম্বইয়ে। তাঁদের পরিবার সূত্রে জানা গেছে, মৈথিলীর বাবা মেয়ের গানের ক্যারিয়ারের কথা ভেবে আফ্রিকা ছেড়ে এখন চলে এসেছেন মুম্বইয়ে। এরপরই স্বনামধন্য কৈলাস খেরের একটি মিউজিক অ্যালবামে গেয়েছেন মৈথিলী। কয়েকটি প্লে-ব্যাকও করেছেন। ইন্ডিয়ান আইডলের মঞ্চে মৈথিলীর পাশে থাকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।