NE UpdatesHappeningsBreaking News
বাংলা সাহিত্য সভাকে পাঁচ লক্ষ সাহায্য মুখ্যমন্ত্রীর
ওয়ে টু বরাক, গুয়াহাটি, ৯ ডিসেম্বর : অসমবাসী বাঙালির জন্য ইংরেজি নতুন বছরের প্রাক্কালে দারুণ খবর। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর সরকারের তরফে ‘বাংলা সাহিত্য সভা, অসম”-কে পাঁচ লক্ষ টাকার সাহায্য প্রদান করেছেন। এই অর্থ বাংলা সাহিত্য সভার আসন্ন শিলচর সম্মেলনে খরচ করার জন্য সরকারের পক্ষে প্রদান করা হয়েছে।
সোমবার শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগুর আমন্ত্ৰণে এই অর্থ সংগ্রহের জন্য বাংলা সাহিত্য সভার সভাপতি খগেনচন্দ্র দাস ও রাজ্য সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী সহ ছয়জনের এক প্রতিনিধি দল দিসপুরে মন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে পাঁচ লক্ষ টাকার ব্যাংক চেক গ্রহণ করেন। ব্যাংক চেকে সই করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
সাহিত্য সভার পক্ষে উপস্থিত অন্য প্রতিনিধিরা হলেন সভার অন্যতম উপদেষ্টা অজিতকুমার সেন, সভার কেন্দ্রীয় সমিতির সদস্য তথা সভার প্রকাশন বিভাগের মুখ্য সম্পাদক তুষারকান্তি সাহা, গুয়াহাটি শাখার কার্যকরী সভাপতি অসীম সরকার এবং গুয়াহাটি শাখার অন্যতম সাধারণ সম্পাদক জয়া নাথ। সেখানে শিক্ষামন্ত্রীর হাত থেকে বাংলা সাহিত্য সভার সভাপতি খগেনচন্দ্র দাস চেক গ্রহণ করেন। তিনি এজন্য মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, “এই প্রথম সারা অসমের তথা বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার রাজ্যভিত্তিক কোনও বাঙালি সাহিত্য-সংস্কৃতিমূলক সংগঠনকে অসম সরকার এককালীন অর্থ প্রদান করছেন। এ অত্যন্ত আনন্দের। বহুভাষিক অসমে বাঙালিদের জন্য সরকারি সাহায্যের এই হাত উভয় উপত্যকার বাঙালিদের সাহিত্য-সংস্কৃতিকে সরকারিভাবে স্বীকৃতি প্রদানের এক বৃহৎ পদক্ষেপ বলে আমরা মনে করি।”
সভার সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী বলেন, “আজ এক ঐতিহাসিক মুহূর্ত আমরা উপভোগ করছি। বাংলা সাহিত্য সভার আজকের এই সরকারি স্বীকৃতি বরাক-ব্রহ্মপুত্র উভয় উপত্যকার বাঙালিকে প্রবলভাবে উৎসাহিত করবে। আমাদের দায়িত্ব বেড়ে গেল। আমাদের কাজের মধ্য দিয়ে আমরা সত্তা ও সমন্বয়ের পথে হাঁটছি।”
উল্লেখ্য, ২০২৫-এর জানুয়ারি মাসের ২৯, ৩০, ৩১ তারিখ তিনব্যাপী শিলচর শহরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে বাংলা সাহিত্য সভার দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। সভার অধিবেশনের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য সরকার সেখানে অসম প্রকাশন পরিষদের গ্রন্থমেলাও সেই সময় আয়োজন করেছে।