India & World UpdatesHappeningsBreaking News

মহারাষ্ট্রে ‘মহাজুটি’, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’

ওয়েটুবরাক, ২৪ নভেম্বর: মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে বিজেপি জয় পেল ১৩২ আসনে। এনডিএ-র বাকি শরিক দল শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী) এবং এনসিপি (অজিত পওয়ার গোষ্ঠী) পেয়েছে যথাক্রমে ৫৭ এবং ৪১ আসন। বাকি দুই শরিক আঞ্চলিক দল জিতেছে তিনটি আসন। মরাঠাভূমে ‘মহাজুটি’ জোট জয় পেয়েছে ২৩৩ আসনে। বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ী’র দখলে মাত্র ৪৯টি আসন। মাত্র পাঁচ মাসের মধ্যেই চিত্রটা সম্পূর্ণ পাল্টে গেল।

ঝাড়খণ্ডে অবশ্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোটই আবার ক্ষমতায় ফিরছে। ৮১ আসনের বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেস জোট পেয়েছে ৫৬ টি এবং বিজেপি জোট পেয়েছে ২৪ টি আসন।

ফল প্রকাশের পর কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘মহারাষ্ট্রে কংগ্রেস নিজে ডুবেছে শরিকদের ডুবিয়েছে। নেতিবাচক রাজনীতির হার হয়েছে।’’ এক্স হ্যাণ্ডেলে তিনি লিখেছেন “উন্নয়নের জয় হয়েছে, সুশাসনের জয় হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে আমরা আরও উচ্চতায় পৌঁছব। আমি মহারাষ্ট্রের ভাই-বোনেদের, বিশেষ করে রাজ্যের যুব ও মহিলাদের, যারা এনডিএ-কে ঐতিহাসিক রায় দিয়েছেন, তাঁদের অন্তর থেকে ধন্যবাদ জানাই।”

আবার ঝাড়খণ্ডের পরাজয় নিয়ে মোদির মন্তব্য : “ঝাড়খণ্ডের মানুষকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। জনসাধারণের সমস্যা উত্থাপন এবং রাজ্যে কাজ করার ক্ষেত্রে আমরা সব সময়ে এগিয়ে আসব। রাজ্যে ভাল ফলাফলের জন্য জেএমএম-এর নেতৃত্বাধীন জোটকে শুভেচ্ছা জানাই।“

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রধানমন্ত্রীর অভিনন্দনের পরে সংবাদ মাধ্যমকে বলেছেন, “আমি শুনেছি যে প্রধানমন্ত্রী আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।”

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে প্রায় পাঁচ মাস জেলে থাকতে হয়েছিল একটি জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসাবে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেস জোট নির্বাচনের গোটা সময়েই প্রচার করে গিয়েছে যে কেন্দ্রীয় সরকারের চক্রান্তেই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি দিয়ে তাঁকে গ্রেফতার করানো হয়েছিল।

এ দিকে, কেরালার ওয়েনাডের ভোটে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী সথ্যান মোকেরিকে ৪,১০,০০০-ও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। এই প্রথমবার তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker