Barak UpdatesHappeningsBreaking News

মন্ত্রী-বিধায়কদের ডেকে ড্রাগস নিয়ে উদ্বেগের কথা শোনালেন শিলচরের ফুডগ্রেইনস মার্চেন্টরা

ওয়েটুবরাক, ৮ নভেম্বর : শিলচর ফুডগ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক অধিবেশন রবিবার শহরের এক অভিজাত বিবাহভবনে অনুষ্ঠিত হয়৷ তাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ বিশেষ অতিথি দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কৌশিক রাই৷ তাঁদের উপস্থিতিতে ফুডগ্রেইনস মার্চেন্টরা এই অঞ্চলে ড্রাগসের রমরমা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ লিখিত প্রতিবেদনে কি নিজেদের বক্তৃতায়, ব্যবসায়ী বক্তারা এই বিষয়েই বিশেষ গুরুত্ব দেন৷ বলেন, ফাটকবাজারে তো আকছার ড্রাগস নিতে দেখা যায়৷ এমনকী সদর থানার সামনেও ড্রাগস সেবন চলে৷ পুলিশ এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন৷ বিধায়ক কৌশিক রায়ও বলেন, আগে ড্রাগসের করিডর ছিল বরাক উপত্যকা, এখন কনজিউমার এলাকা৷

রবিবার শিলচর ফুডগ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে৷ নতুন সভাপতি প্রণব পালচৌধুরী৷ সম্পাদক পঙ্কজ জৈন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker