NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে কী বললেন প্রধানমন্ত্রী?

জনতা কার্ফু দেশবাসী সফল করে তুলেছেন৷ প্রতিটি দেশবাসী দেখিয়ে দিলেন, একজোট হয়ে আমরা যে কোনও শক্তির মোকাবিলা করতে অঙ্গীকারবদ্ধ৷ কিন্তু করোনা ভাইরাস যে শক্তিশালী দেশগুলিকেও কাবু করে ফেলেছে! ফলে সঙ্কট ক্রমে বেড়ে চলেছে৷ বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে বাঁচার একমাত্র উপায় হল সোশ্যাল ডিসট্যান্সিং৷ এর কোনও বিকল্প নেই৷ অনেকে ভাবেন, দূরে তো থাকবেন রোগীরা৷ এটা সম্পূর্ণ ভুল ধারণা৷ আর এমন ভাবনা অব্যাহত থাকলে কী যে ক্ষতি হবে, কল্পনাও করা যায় না৷

আজ রাত ১২টা থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা হল৷ ২১ দিনের লকডাউন৷ মনে রাখবেন, এটা কার্ফুই৷ এটা আবশ্যক৷ ২১ দিনের লকডাউনে দেশের বিশাল আর্থিক ক্ষতি তো হবেই৷ কিন্তু প্রতিটি দেশবাসীকে তো বাঁচাতে হবে৷ তাই লকডাউন ছাড়া কোনও উপায় নেই৷ এটা না মানলে বহু পরিবার ধ্বংস হয়ে যাবে৷ হাতজোড় করে অনুরোধ করছি, ঘর থেকে বেরনোর কথা একেবারে ভুলে যান৷ ঘর থেকে এক পা-ও বাড়াবেন না৷ বেশি মুশকিল হয়েছে, শুরুতে আক্রান্তরা বুঝতেই পারেননি, এটা সংক্রামক৷

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস কারও দেহে প্রবেশ করলে লক্ষণ প্রকাশে বেশ কিছু দিন সময় লাগে৷ ততদিনে রোগ ছড়িয়ে পড়ে৷ এর সংক্রমণ ক্ষমতা এত তীব্র যে, বিশ্বে প্রথম একলক্ষ লোক করোনায় আক্রান্ত হতে ৬৬ দিন লেগেছে, পরে তা ২ লক্ষ হতে লাগে মাত্র ১১ দিন, আর ২ থেকে ৩ লক্ষ হতে লাগল শুধু ৪ দিন৷ তাই ১৪ এপ্রিল পর্যন্ত আমাদের সরকারি নির্দেশিকা মেনে চলতেই হবে৷ বারবার বলি, এর একটাই পথ, যা খুশি হয়ে যাক, ঘরেই থাকব৷ ভাইরাসের সংক্রমণ রুখতেই হবে৷ করোনা চেইন ভাঙতেই হবে৷ জান হ্যায় তো জাহান হ্যা৷ বেঁচে থাকার জন্য যা জরুরি একে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে৷
করোনা ভাইরাস মোকাবিলায় ভারত সরকার ১৫ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে৷ রাজ্যগুলিকে মনে রাখতে হবে, এখন সমস্ত প্রাথমিকতা হল স্বাস্থ্যসেবা৷ অন্ধবিশ্বাস নয়, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন৷

২১ দিন লম্বা সময় বটে তবু নিজের দিকে খেয়াল রাখুন, নিজেদের খেয়াল রাখুন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker