India & World UpdatesHappeningsBreaking News
ভূমিপূজনের আগে রাম মন্দির চত্বরে করোনা হানা !
৩০ জুলাই : অযোধ্যায় ভূমি পূজনের আগে করোনা সংক্রমণের ঘটনা রাম মন্দির পর্যন্ত পৌঁছে গেছে। বলা হয়েছে, রামলালা মন্দিরের প্রধান পূজারি আচার্য সত্যেন্দ্র দাসের শিষ্য প্রদীপ দাস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রামলালা মন্দিরের সহায়ক পূজারি। অযোধ্যার রাম জন্মভূমি স্থলে মোতায়েন ১৬ পুলিশকর্মীও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, মুখ্য পূজারি আচার্য সত্যেন্দ্র দাসের সঙ্গে আরও ৪ পূজারি রয়েছেন। এদিকে, পূজারি ও পুলিশকর্মীর দেহে করোনা সংক্রমণের এই খবর অস্বীকার করেছেন সিডিও প্রথমেশ কুমার।
অন্যদিকে ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপূজন অনুষ্ঠিত হবে। এতে সামিল হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে। ৩ আগস্ট থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্র জানান, রাম জন্মভূমি পরিসরে পণ্ডিতদের দল ৩ আগস্ট থেকেই পূজার্চনা শুরু করে দেবেন। ওইদিন গণেশ পুজোর মাধ্যমে উৎসব শুরু হবে। তাঁর কথায়, ৪ আগস্ট রামার্চা হবে। ৫ আগস্ট সকাল ৮টা থেকে গর্ভগৃহে পূজা শুরু হবে। এই পুজো করবেন কাশীর ১১ জন পণ্ডিতের একটি দল।