NE UpdatesHappeningsBreaking News
বৃত্তিমুখী পাঠ্যক্রমের জন্য অনলাইন পোর্টাল, উদ্বোধন শিক্ষামন্ত্রীর
গুয়াহাটি, ৬ সেপ্টেম্বর ঃ শ্রেণিকক্ষের বাইরে অনলাইন মাধ্যমে বৃত্তিমুখী পাঠ্যক্রমের সুবিধা গ্রহণের জন্য বিশেষ একটি পোর্টাল চালু করল রাজ্য সরকার। গুয়াহাটির কাহিলিপাড়ায় থাকা সমগ্র শিক্ষা অভিযানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পোর্টালটি উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। অসম সরকার ও ইনফোসিসের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী এই পোর্টালটি প্রস্তুত করেছে ইনফোসিস। এই পোর্টালটি চালু হওয়ায় রাজ্যের উচ্চশিক্ষায় সংযোজিত হলো অনলাইন বৃত্তিমুখী পাঠ্যক্রম। এখন থেকে শিক্ষার্থীরা নিজের সুবিধামতো অনলাইন মাধ্যমে বৃত্তিমুখী শিক্ষা গ্রহণ করতে পারবেন।
পোর্টালটি চালু করে শিক্ষামন্ত্রী পেগু বলেছেন, এর মাধ্যমে পড়ুয়ারা স্ব-ইচ্ছায় পাঠ্যক্রম গ্রহণ করতে পারবেন এবং নিয়োগের সুবিধা লাভ করতে পারবেন। তিনি এ দিন সরকারের প্রবর্তন করা স্বয়ম পোর্টালের কথাও উল্লেখ করেন। তাঁর কথায়, অফলাইনে লিমিটেড পাঠ্যক্রম থাকে, কিন্তু অনলাইনে এর কোনও লিমিট নেই। এতে ১২ হাজারের অধিক পাঠ্যক্রম রয়েছে। তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিদের এ ব্যাপারে পড়ুয়াদের অবগত করানোর জন্য আহ্বান জানান।