NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ক্যানসার হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন ফেসিলিটি, নির্মাণকাজের অগ্রগতিতে বিমানবন্দর কর্তৃপক্ষের সন্তোষ
ওয়েটুবরাক, ১৯ মেঃ বিমানবন্দর কর্তৃপক্ষের (এএআই) অর্থসাহায্যে কাছাড় ক্যানসার হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন ফেসিলিটি গড়ে তোলা হচ্ছে। মোট ১১ কোটি ৪০ লক্ষ টাকার প্রকল্পের প্রথম কিস্তি হিসেবে ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ৩ কোটি ৩৪ লক্ষ ২৭ হাজার ৩৮৮ টাকা দেওয়া হয়েছিল। মউ অনুসারেই জেলাশাসকের মাধ্যমে ওই টাকা তুলে দেওয়া হয়েছিল হাসপাতালের ডিরেক্টর পদ্মশ্রী রবি কান্নানের হাতে। প্রথম কিস্তির টাকাতেই এই সময়ে হাসপাতাল কমপ্লেক্সে দালানবাড়ি নির্মাণ হচ্ছে।
কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বিমানবন্দর কর্তৃপক্ষের শিলচর ডিরেক্টর পিকে গড়াই আজ বুধবার ক্যানসার হাসপাতালে যান। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল। গড়াই সহ সবাই নির্মীয়মান কাজকর্ম দেখে সন্তোষ প্রকাশ করেন। ডা. কান্নানও বিমানবন্দর কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। বলেন, এই প্রকল্পের কাজ শেষ হলে বরাক উপত্যকার কোনও ক্যানসার রোগীকে চিকিতসার জন্য বাইরে যেতে হবে না। ক্যানসার মুক্ত কাছাড় গঠনই যে তাঁদের মূল লক্ষ্য, গুরুত্বের সঙ্গে সে কথা উল্লেখ করেন ডা. কান্নান।
বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য এর আগেও ২০১৭ সালে প্যাথলজি ল্যাবরেটরি নির্মাণের জন্য এই হাসপাতালকে ৭৬ লক্ষ টাকা দিয়েছিল। এ বারের ফেব্রুয়ারিতে দিয়েছে একটি অ্যাম্বুলেন্স।