Barak UpdatesHappeningsBreaking News
নৌকোয় চড়ে টুকরগ্রামে জেলাশাসক, এটিএসপির নতুন কর্মসূচি
ওয়েটুবরাক, ১১জুন: কাছাড় জেলায় ম্যালেরিয়া এবং শ্বাস-প্রশ্বাসজনিত রোগ শনাক্তকরণ অভিযান শুরু হয়েছে। কাটিগড়ার প্রত্যন্ত অঞ্চল, নদীঘেরা টুকরগ্রামে গিয়ে জেলাশাসক কীর্তি জল্লি আজ শুক্রবার এর সূচনা করেন। ইন্দো-বাংলাদেশ সীমান্তবর্তী হরিনগর গ্রাম পঞ্চায়েতের অধীন এই গ্রাম। এর একদিকে বরাক নদী, অন্যদিকে সুরমা নদী৷ বাকি দুইদিকে বাংলাদেশ৷ ফলে নৌকা চড়েই সেখানে যান জেলাশাসক ও স্বাস্থ্যকর্মীরা৷
আসাম টার্গেটেড সার্ভিলেন্স প্রোগ্রাম তৃতীয় দফার অধীনে এই কর্মসূচিতে জেলাজুড়ে ব্যাপকহারে ম্যালেরিয়ার টেস্ট, মশারি ধৌতকরণের কার্যসূচি এবং কোভিড টেস্টের আয়োজন চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ সিইও এলডেড ফাইরেম, স্বাস্থ্য দফতরের যুগ্ম সঞ্চালক বিমলজ্যোতি দেব শিকদার, ডা. অরুণ দেবনাথ, রাহুল ঘোষ ও সুমন চৌধুরী অংশ নেন।
প্রত্যন্ত ওই এলাকার মহিলাদের সঙ্গে জেলাশাসক কথাবার্তা বলেন এবং তাদের অভাব অভিযোগ সম্পর্কে অবহিত হন।