Barak UpdatesHappeningsBreaking News
দেশ-বিদেশের একঝাঁক বিশেষজ্ঞ নিয়ে শুক্র-শনিবার কম্পুটার সায়েন্স বিভাগের ইন্টারন্যাশনাল কনফারেন্স
ওয়েটুবরাক, ৯ মার্চ : আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পুটার সায়েন্স বিভাগের রৌপ্য জয়ন্তী উপলক্ষে দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হয়েছে। বিষয় অ্যাডভান্সড কম্পুটিং, মেশিন লার্নিং, রোবোটিকস অ্যান্ড ইন্টারন্যাট টেকনোলজি, সংক্ষেপে অমৃত ২০২৩। শুক্রবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তাতে উপস্থিত থাকবেন অমৃতের মুখ্য পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ, পৃষ্ঠপোষক ডিন অধ্যাপক করবী দত্তচৌধুরী, প্রধান অতিথি ফিলিপাইন থেকে আগত অধ্যাপক নিল পেরেজ বলবা, সম্মানিত অতিথি ইসরোর অবসরপ্রাপ্ত সিনিয়র সায়েনটিস্ট অধ্যাপক মৃণালকান্তি ঘোষ এবং বিশেষ ্অতিথি বাংলাদেশ থেকে আগত অধ্যাপক ফরহাদ রাব্বি।
অমৃতের সাংগঠনিক কমিটির তরফে অধ্যাপক শাহিন আরা বেগম ও ড. প্রদীপ্ত দাস জানান, শুক্রবার নিল পেরেজ, ফরহাদ রাব্বি এবং মৃণাল কান্তি ঘোষ ছাড়াও বক্তৃতা করবেন কলকাতা আইএসআই-র অধ্যাপক উমাপদ পাল, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির অধ্যাপক রাজকুমার বোয়া। তাঁরা দুজন অনলাইনে অংশ নেবেন। বিকাল সাড়ে তিনটা থেকে ছয়টা পর্যন্ত চলবে টেকনিক্যাল সেসন। পরে এক ঘণ্টার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
দ্বিতীয়দিনের সূচি জানিয়ে তাঁরা বলেন, সে দিনের পুরো কর্মসূচি রাখা হয়েছে নিজেদের কম্পুটার সায়েন্স বিভাগে। সকাল দশটায় শুরু হয়ে একে একে বক্তৃতা করবেন গুয়াহাটি আইআইটির অধ্যাপক পৃথ্বিরাজ গুহ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ড. প্রাণতোষকুমার পাল, কলকাতা আইএসআই-র সুস্মিতা রায় কোলে, বার্কের অবসরপ্রাপ্ত সিনিয়র সায়েন্টিস্ট অধ্যাপক দেবব্রত দত্ত এবং বিশ্বভারতীর অধ্যাপক উতপল রায়। দ্বিতীয় অধিবেশন পুরো টেকনিক্যাল সেসন। সঙ্গে পোস্টার প্রেজেন্টেশন। সন্ধ্যা পাঁচটায় হবে সমাপ্তি অধিবেশন।