India & World UpdatesHappeningsBreaking News
দেশের ৪২টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ৬২১০টি শিক্ষক পদ শূন্য
১০ ফেব্রুয়ারি : দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে খালি থাকা শিক্ষক পদের বিষয়ে লোকসভায় তথ্য তুলে ধরলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। কেন্দ্রীয় মন্ত্রী জানান, দেশের মোট ৪২টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মোট ৬২১০টি শিক্ষকের পদ বর্তমানে শূন্য রয়েছে।
শিক্ষকের পদ ছাড়াও অন্যান্য বিভাগ মিলিয়ে মোট ১২,৪৩৭টি পদ এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলোতে খালি রয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন। তিনি আরও জানান, ইউজিসি ইতিমধ্যেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে নিয়োগের জন্য বিভাগীয় নির্দেশিকা প্রস্তুত করেছে। উল্লেখ্য, দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে খালি থাকা পদগুলো পূরণ করার জন্য বিভিন্ন রাজ্যের ছাত্র সংগঠন কেন্দ্র সরকারের কাছে দাবি জানিয়ে আসছে।