Barak UpdatesHappeningsBreaking News
তিনশো শয্যার হাসপাতালের দাবিতে শিলচরে গণস্বাক্ষর অভিযান
ওয়েটুবরাক, ২২ ফেব্রুয়ারি : শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির আহ্বানে সাড়া দিয়ে মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টারের উদ্যোগে সিভিল হাসপাতালের বহির্বিভাগের সামনে মঙ্গলবার গণস্বাক্ষর অভিযান চালানো হয়। মার্চ ফর সায়েন্স-এর পক্ষ থেকে হিল্লোল ভট্টাচার্য, মধুমিতা দেব সহ দাবি কমিটির মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক হানিফ আহমেদ বড়ভূঁইয়া ও সুরজিত সোম এবং নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত, হিউম্যান সায়েন্সের বিবেক আচার্য প্রমুখ গণ স্বাক্ষর সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন।
দাবি কমিটির পক্ষ থেকে শিলচরের বিভিন্ন স্থানে লাগাতার গণ স্বাক্ষর অভিযান চালানো হচ্ছে। দাবি কমিটির যুগ্ম আহ্বায়ক হানিফ আহমেদ বড়ভূঁইয়া জানান, আগামীকাল শিলচরের কালীবাড়ী চরের কাছাড় স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ও বৃহস্পতিবার তারাপুর পাওনিওর ক্লাবের সহযোগিতায় রায়গড়ে গণস্বাক্ষর অভিযান চালানো হবে। এছাড়াও হাসপাতালের আধুনিকীকরণের দাবিতে স্বাক্ষর অভিযানে বিভিন্ন ক্লাব এগিয়ে এসেছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর তিন’শ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আগামীতে আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে দাবি কমিটির পক্ষ থেকে জানানো হয়।
পাশাপাশি জেলার সবকটি রাজনৈতিক দলকে নিজ নিজ উদ্যোগে উক্ত দাবিতে আন্দোলন সংগঠিত করতে আবারও দাবি কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়। কমিটির মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী বলেন. শিলচরে আগামীতে রাজ্য সরকারের যে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে, তাতে তিন’শ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা করা হবে বলে তাঁরা আশাবাদী। তাই এই বৈঠকের আগে কয়েক হাজার স্বাক্ষর সংগ্রহ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট স্মারকপত্র প্রদান করা হবে বলে তিনি জানান। দাবি কমিটির অন্যতম আহ্বায়ক সুরজিত সোম শহরের নাগরিকদের ব্যাপকহারে স্বাক্ষর অভিযানে সামিল হতে আহ্বান জানান।