Barak UpdatesHappeningsBreaking News
ড. বিভাস দেব মাতৃহারা
ওয়েটুবরাক, ১০ জুনঃ শতবর্ষের প্রায় দোরগোড়ায় এসে প্রয়াত হলেন জ্যোস্না দেব। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা, বিনয়ী ও সদালাপী। মণিপুরে সরকারি চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে শিলচর হাসপাতাল রোডের বাড়িতেই জীবনের বাকি দিনগুলি কাটিয়েছেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন। বুধবার সন্ধ্যা থেকে অবস্থার অবনতি হতে থাকে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৭ বছর। রেখে গিয়েছেন এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-পরিজনদের।
তাঁর বড় ছেলে ড. বিভাস দেব আসাম বিশ্ববিদ্যালয়ের কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের অবসরপ্রাপ্ত ডিরেক্টর। ছোট ছেলে বিকাশ দেব পশ্চিমবঙ্গ সরকারের তাঁত ও বস্ত্র দফতরের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তিনি অবশ্য আগেই প্রয়াত হয়েছেন। জ্যোতস্না দেবীর একমাত্র মেয়ে বিনীতা দত্ত কলকাতায় থাকেন। তাঁর দুই পু্ত্রবধূ হলেন সুমিতা ঘোষ (দেব) ও মুক্তা দেব। সুমিতাদেবী সোনাবাড়িঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষা।