Barak UpdatesHappeningsBreaking News
লাচিত জন্মজয়ন্তী: হাইলাকান্দি শহরে শোভাযাত্রায় পা মেলালেন অনেকে
ওয়েটুবরাক, ২১ নভেম্বর: মহাবীর লাচিত বরফুকনের জন্ম জয়ন্তী পালন উপলক্ষে সোমবার হাইলাকান্দি শহরে প্রশাসনের উদ্যোগে এক শোভাযাত্রা বের করা হয়। জেলাশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। জেলাশাসক নিসর্গ হিবরে পতাকা নেড়ে শোভাযাত্রাটির যাত্রা শুরু করান।
মঙ্গলবার আট দিনব্যাপী কার্যসূচির পঞ্চম দিনে অর্থাৎ ২২ নভেম্বরে থাকছে কলেজ এবং হায়ার সেকেন্ডারি পর্যায়ে সেমিনার, বিতর্ক। পাশাপাশি এস এস কলেজের খেলার ময়দানে থাকছে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট। শুরু হবে সকাল ৯ টায়। অনুরূপভাবে ২৩ নভেম্বর নিজ নিজ বিদ্যালয়ে কলেজে হবে আকস্মিক বক্তৃতা, কুইজ। এছাড়া ২৩ নভেম্বর পেন্টিং কম্পিটিশন ক্যানভাস৷ পেন্টিং কার্যসূচিটি ডিস্ট্রিক্ট লাইব্রেরির সম্মুখে অনুষ্ঠিত হবে। এরপর ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় শহরের রবীন্দ্রভবনে আয়োজন করা হচ্ছে বীর লাচিতের উপর নাটক, সংস্কৃতিক কার্যক্রম ও ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা। ২৫ নভেম্বর সমাপনী দিনেও শহরের রবীন্দ্রভবনে আয়োজন করা হয়েছে জেলা পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান। থাকছে পুরস্কার বিতরণী। এতে সকাল ১০ টা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ জায়ান্ট স্ক্রিনে লাইভ স্ট্রিমিং করে দেখানো হবে।