Barak UpdatesHappeningsBreaking News
গ্ৰীষ্মকালীন কৰ্মশালা : বদরপুরে হলো নাটক, আবৃত্তি, বিতর্ক, যোগাসন, সত্ৰীয় নৃত্য ও লোকনৃত্যের প্ৰশিক্ষণ
ওয়েটুবরাক, ২৮ জুলাই : আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্ৰমা বিভাগের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে গ্ৰীষ্মকালীন কৰ্মশালা । করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির গ্রীষ্মকালীন কর্মশালা-র জন্য দুটি স্থান বেছে নেওয়া হয় । মহর্ষি সন্দিপন বিদ্যাপীঠ বদরপুর এবং শ্রীগৌরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় । দুটি স্থানেই নাটক, আবৃত্তি, বিতর্ক, যোগাসন, সত্ৰীয় নৃত্যের সঙ্গে পরম্পরাগত লোকনৃত্যের প্ৰশিক্ষণ প্ৰদান করা হয়েছে ।
গত ১৬ জুলাই তারিখে করিমগঞ্জ জেলার অতিরিক্ত কমিশনার প্রিয়ঙ্কা ইয়ানামের হাত ধরে উদ্বোধন হয় টানা দশদিনের এই প্রশিক্ষণ কর্মসূচির। আজ ২৮ জুলাই বদরপুর সন্দিপন বিদ্যাপীঠ প্রাঙ্গণে জাঁকজমক ভাবে হয় সমাপ্তি অনুষ্ঠান৷ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন মিঠুন রায় । তাঁর উপরই ন্যস্ত ছিল এই পুরো কর্মশালার দায়ভার। সহযোগিতায় ছিলেন কর্মশালার সভাপতি বিশ্ববরণ বড়ুয়া৷ অন্যান্যদের মধ্যে সঙ্গে ছিলেন ব্রজেন্দ্র সিংহ, পলপল বরুয়া, কৃষ্ণা দাস প্রমুখ ।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সিতাংশু রায়, সন্দীপন বিদ্যাপীঠের ভাইস প্রিন্সিপাল নিহার রঞ্জন দাস, রিতু রঞ্জন দাস, রুপক নাগ, কর্মশালার নৃত্যশিক্ষক ব্রজেন্দ্র সিনহা, কবিতা পাঠ এবং বিতর্কের শিক্ষক পলপল কুমার বড়ুয়া, নাটকের শিক্ষক জয়া চক্রবর্তী, শুভম বাসফর, যোগাসনের শিক্ষিক কৃষ্ণা দাস, সঙ্গীতের শিক্ষিকা স্বপ্না চৌধুরী প্রমুখ। কর্মশালার সমাপ্তি তে সকল ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয় । এই পর্বে বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, নির্দেশক শান্তনু পাল৷