BusinessBreaking News

করোনা ধাক্কা দিয়েছে মোদি-নির্মলার রাজকোষেও
Stock-market in distress due to outbreak of coronavirus

শিল্পোৎপাদনের সূচক আজ সেই আশঙ্কা বাড়িয়ে জানিয়েছে, জানুয়ারি মাসে শিল্পোৎপাদন মাত্র ২% বেড়েছে। এর মধ্যে কারখানার উৎপাদন বেড়েছে ১.৫% হারে। গত বছরের অক্টোবর থেকে শিল্পোৎপাদন টানা তিন মাস কমেছিল। তার পরে নভেম্বরে তা ১.৮% বাড়ে। ডিসেম্বরে বৃদ্ধির হার ছিল মাত্র ০.১%। চিন্তার কথা হল, জানুয়ারিতে কারখানার উৎপাদন বেড়েছে মাত্র ১.৫%। যার অর্থ, বাজারে চাহিদা নেই। মূলত বিদ্যুৎ উৎপাদন ৩.১% ও খনিতে উৎপাদন ৪.৪% বেড়েছে বলেই শিল্পোৎপাদন ২% বেড়েছে।

অর্থ মন্ত্রকের প্রথম চিন্তা, করোনার ধাক্কায় রাজস্ব আয় কমা। ফলে চলতি বছরে রাজস্ব আয়ের লক্ষ্য ছোঁয়া মুশকিল হবে। এমনিতেই আর্থিক বৃদ্ধির হার তলানিতে। বাজারে চাহিদা নেই বলে কারখানার উৎপাদন বাড়ছে না। আজ সরকারি পরিসংখ্যান জানিয়েছে, ফেব্রুয়ারিতে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৬.৫৮% ছিল। জানুয়ারির ৭.৫৯%-র তুলনায় কম হলেও এখনও তা রিজার্ভ ব্যাঙ্কের ৪%-র মধ্যে মূল্যবৃদ্ধিকে বেঁধে রাখার লক্ষ্যমাত্রার অনেক বাইরে।

আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘‘শেয়ার বাজারে যা হচ্ছে, তাতে লক্ষ লোকের লোকসান হচ্ছে। কিছু দিন ধরেই বলছি, করোনা ভাইরাসের সমস্যা গুরুতর। অথচ সরকারের যা পদক্ষেপ করার ছিল, করেনি। নরেন্দ্র মোদির নীতি ও আদর্শ, ভারতের অর্থনীতিকে নষ্ট করে দিচ্ছে। অর্থনীতি নিয়ে একটিও শব্দ বলতে পারছেন না মোদি। সীতারামন বিশেষ বোঝেন না, বলতেও পারেন না।’’ রাহুলের যুক্তি, ২০০৮ সালেও বিশ্ব জুড়ে মন্দার সময় একই ‘শকওয়েভ’ এসেছিল। ইউপিএ-সরকার মোকাবিলা করে। অসংগঠিত ক্ষেত্র, বাড়িতে নগদ জমানো টাকা মন্দার সময় বাঁধ হয়ে দাঁড়িয়েছিল। এখন নোট বাতিলের জেরে অসংগঠিত ক্ষেত্রই ধরাশায়ী। উল্টে ইয়েস ব্যাঙ্ককে টাকা দেওয়া হচ্ছে। ১৫-২০ জন শিল্পপতির ফায়দা হচ্ছে।

অর্থ মন্ত্রকের কর্তারা বলছেন, চলতি বছরে প্রত্যক্ষ কর থেকে ১১.৭০ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্য ছোঁয়া কঠিন। ৩১ জানুয়ারি পর্যন্ত মাত্র ৭.৫২ লক্ষ কোটি টাকা আয় হয়েছে। আগামী বছরের লক্ষ্যমাত্রাও ছোঁয়া যাবে কি না, সে প্রশ্ন উঠছে। বিলগ্নিকরণ থেকে প্রথমে ১.০৫ লক্ষ কোটি টাকা আয় হলেও পরে তা কমিয়ে ৬৫ হাজার কোটি টাকা করা হয়েছে। সেখানেও ১০-১৫ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে। কারণ শেয়ার বাজারে ধসের ফলে কোল ইন্ডিয়া, সেল-এর মতো সংস্থার শেয়ার ছাড়ার পরিকল্পনাও পিছিয়ে দিতে হয়েছে।

বিপিসিএল-এর মতো সংস্থার জন্য লগ্নি খুঁজতে বিদেশে রোড-শো করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে তা বাতিল । তার উপরে বিশ্ব বাজারে তেলের দাম পড়তে থাকায় এখন কোনও সংস্থা ভারত পেট্রোলিয়াম কিনতে কতটা আগ্রহ দেখাবে, তা নিয়েই প্রশ্ন। তবে আর্থিক বৃদ্ধির হার চলতি বছরের আনুমানিক ৫% থেকে আগামী বছরে ৬% ছাপিয়ে যাবে বলে আশা এখনই ছাড়তে রাজি নয় মোদি-নির্মলার সরকার। অর্থ মন্ত্রকের এক কর্তা বলেন, গাড়ি, বুকিং, বিমানে যাত্রী, খুচরো বিক্রি কমছে। ট্যুর অপারেটরদের মতে, জানুয়ারি-মার্চে আয় ৬০% কমতে পারে। বিদেশে যাতায়াতে কড়াকড়িতে এবং করোনার ভয়ে বহু লোক বেড়ানোর পরিকল্পনা বাতিল করছেন। দামি হোটেলের ব্যবসা বেশি মার খাবে। বিদেশি পর্যটন, ব্যবসার কাজে আসা বিদেশিদের সংখ্যা কমবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker