Barak UpdatesHappeningsBreaking News

সিআরপিসিসির ধিক্কার সমাবেশে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর : ডিলিমিটেশনের নামে বরাক উপত্যকার দুটো  গুরুত্বপূৰ্ণ বিধানসভার আসন কমিয়ে দেওয়া সহ ভৌগোলিক সামঞ্জস্যহীন ও প্রশাসনিক কাজের সুবিধা না থাকা এলাকাকে অন্তর্ভুক্ত করে বিধানসভা কেন্দ্র গঠনের তীব্র বিরোধিতা করে আজ বুধবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধিক্কার সমাবেশ আয়োজন করে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি, আসাম এর পরিচালন সমিতি। কংগ্রেস, সিপিআই, এস ইউ সি আই ( কমিউনিস্ট ), সি পি আই (এম এল) লিবারেশন, এ আই ইউ ডি এফ দল সহ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, ইয়াসি, এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও, অল ইন্ডিয়া প্রগ্রেসিভ ওমেনন্স অ্যাসোসিয়েশন, হিউম্যানিটি ফাউন্ডেশন, হিন্দুস্থানি পরিষদ, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, ফোরাম ফর সোশ্যাল হারমনি, এ আই ইউ টি ইউ সি, এ আই সি সি টি ইউ, এ আই টি ইউ সি, অল আসাম হরিজন উন্নয়ন সমিতি, নদওয়া ইত্যাদি বহু সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত ধিক্কার সমাবেশে প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের কো-চেয়ারম্যান সাধন পুরকায়স্থ। তিনি বলেন, রাজ্যের উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির কুচক্রান্তকে বাস্তবায়িত করতেই আসাম সরকারের নিৰ্দেশে নির্বাচন কমিশন সম্পূর্ণ একতরফাভাবে ডিলিমিটেশন আইন উল্লঙ্ঘন করে আসামে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বরাক উপত্যকার দুটো গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কমিয়ে দেওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তিকে খুশি করা। তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করে ভোটে জিততে চাইছেন। জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় বেশিদিন টিকে থাকা যায় না। প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারভূঁইয়া বলেন, মুখ্যমন্ত্রী কখনও খিলঞ্জিয়ার স্বার্থে ডিলিমিটেশন করা হয়েছে বলছেন, আবার কখনও হিন্দুদের স্বার্থে তা করা হয়েছে বলছেন। তিনি বলেন, বিধানসভায় আজও খিলঞ্জিয়া কারা তা নির্ধারিত হয়নি। তাহলে তিনি কাদের স্বার্থ রক্ষার কথা বলছেন ? সাংবিধানিক পদে আসীন হয়ে এধরনের মন্তব্য করা কার্যত সংবিধানকে অবমাননা করা। কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য বলেন, এই সরকারের আমলে জনগণ শুধুই শোষণ, লাঞ্ছনার শিকার হচ্ছেন। সংগঠনের সহ সভাপতি সুব্রত চন্দ্র নাথ বলেন, মুখ্যমন্ত্রী মুখে বলছেন ডিলিমিটেশন নিয়ে জনগণের মনে খুশির হাওয়া বইছে। অথচ ডিলিমিটেশনের বিরুদ্ধে আন্দোলনের অনুমতি আটকে দিচ্ছে পুলিশ। মুখ্যমন্ত্রী জনগণের ক্ষোভ আঁচ করে ভয়ে পুলিশ প্রশাসনকে দিয়ে তা দমনের চেষ্টা করছেন।

ইয়াসি’র সভাপতি সঞ্জীব রায় বলেন, গত ১৩ সেপ্টেম্বর পুলিশ সুপারের চেম্বারে কোন নির্দিষ্ট এজেন্ডা ছাড়াই মিটিঙে হাজির হতে তাঁকে বলা হয়। সেখানে ডিআইজি’র উপস্থিতিতে তাঁকে বলা হয়, সি আর পি সি সি, আসাম ডিলিমিটেশনের বিরুদ্ধে কোনও আন্দোলন সংগঠিত করতে পারবে না। তিনি ও সংগঠনের চেয়ারম্যান তপোধীর ভট্টাচার্য এর তীব্র প্রতিবাদ জানালে শেষ পর্যন্ত সমাবেশ আয়োজনের অনুমতি দিতে পুলিশ বাধ্য হয়। সি পি আই নেতা রফিক আহমেদ বলেন, ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুললে সরকার পিছু হটতে বাধ্য হবে। এস ইউ সি আই ( সি ) দলের প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মী বলেন, উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন ২০২৬ সালে গোটা দেশের সাথে আসামেও বিধানসভা ও লোকসভার সীমানা পুনর্নির্দ্ধারণের পরিবর্তে এ’বছর নিয়ম বহির্ভূত ভাবে তা করেছে। ২০২৬ সালে গোটা দেশে যখন জনসংখ্যার নিরিখে বিধানসভা ও লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করা হবে তখন আসামের জনগণ সে সুযোগ থেকে বঞ্চিত হবে। এছাড়াও বক্তব্য রাখেন সি পি আই (এম এল) লিবারেশন জেলা সম্পাদক হায়দর হুসেন চৌধুরী, শ্রমিক নেতা অশোক বৈদ্য, হিন্দুস্থানি পরিষদের বীরভদ্র সিং, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, রাজেশ সিনহা, অধ্যাপক অজয় রায় প্রমুখ। সভার সর্বশেষ বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর কুমার ভট্টাচার্য বলেন, ডিলিমিটেশনের আইন উল্লঙ্ঘন করে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবীরা বলেছেন যে, বিচারে নির্বাচন কমিশনের চূড়ান্ত বিজ্ঞপ্তি সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে। সংগঠনের পক্ষ থেকে মামলা দায়ের করা হলেও গণতান্ত্রিক আন্দোলন থেমে থাকবে না। পরবর্তীতে বিভিন্ন গ্রামে ও এলাকায় সভা-সমিতি করা হবে। আজকের ধিক্কার সমাবেশে উপস্থিত ছিলেন সিহাব উদ্দিন আহমেদ, ভবতোষ চক্রবর্তী, আব্দুল হাই লস্কর, হিল্লোল ভট্টাচার্য, মধুসূদন কর, আতরজান বেগম মজুমদার, কমল চক্রবর্তী, অসীম নাথ, দুলালী গাঙ্গুলী, চাম্পালাল দাস, নকুল রঞ্জন পাল, মাধব ঘোষ, নবদ্বীপ দাস, খাদেজা বেগম লস্কর, বিজিত কুমার সিংহ, পরিতোষ ভট্টাচার্য, গৌর চন্দ্র দাস, স্বাগতা ভট্টাচার্য, দিলীপ নাথ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker