Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবকে বিদায় সংবর্ধনা
ওয়ে টু বরাক, ১৯ সেপ্টেম্বর : সম্প্রতি রাজ্য সরকারের জারি করা নির্দেশে সমগ্র রাজ্যের অন্যান্য জেলার জেলা আয়ুক্তদের বদলির সঙ্গে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব কাছাড় জেলায় বদলি হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডিডিসি দীপক জিডুং-এর পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই বিদায়ী সভায় জেলা আয়ুক্ত কার্যালয়ের কর্মীদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রেভিনিউ সেরেস্তাদার সুমিত্রা চক্রবর্তী বিদায়ী জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কর্মনিষ্ঠা, সততা, সকলের প্রতি অমায়িক আচরণ সম্পর্কে বর্ণনা করেন।সভায় জেলা পরিষদের সিইও লক্ষীনন্দন সহরিয়া, এডিসি আনিস রসুল মজুমদার, এডিসি মিনার্ভা দেবী আরামবাম, করিমগঞ্জের সার্কল অফিসার জয় ক্রিস্টিনা এনগামলাই, সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম, ডিডিএমএ-র ডিপিও সিজু দাস, রহিনা রায় প্রমুখ বিদায়ী জেলা আয়ুক্তের কর্মদক্ষতা, অমায়িক আচরণ নিয়ে আলোকপাত করে তার পরবর্তী কর্মজীবনে আরও উন্নতি সহ সুস্বাস্থ্য কামনা করেন।
এ দিনের অনুষ্ঠানে কাছাড় জেলার লক্ষীপুর উপ জেলায় বদলি হওয়া করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠককেও বিদায় সংবর্ধনা জানানো হয়।উল্লেখ্য, জেলা আয়ুক্ত মৃদুল যাদব ২০২১ সালের ১৩ নভেম্বর করিমগঞ্জে কার্যভার গ্রহণ করে দক্ষতার সঙ্গে ২ বছর ১০ মাস ৬ দিন কাজ সম্পাদন করে ১৯ সেপ্টেম্বর কার্যভার সমঝে দিয়েছেন।তিনি ২০ সেপ্টেম্বর কাছাড় জেলায় দায়িত্ব গ্রহণ করবেন। এ দিনের অনুষ্ঠানে সব এডিসি, চক্র আধিকারিক সহ কার্যালয়ের প্রচুর সংখ্যক কর্মী যোগদান করেন।