NE UpdatesHappeningsBreaking News

উত্তরপূর্বের সবচেয়ে উঁচু শিবমূর্তির উন্মোচন নলবাড়িতে

নলবাড়ি, ১৯ ফেব্রুয়ারি : মহা শিবরাত্রিতে উত্তরপূর্বের সবথেকে উঁচু শিবমূর্তির উদ্বোধন হল নলবাড়ি জেলায়। এ দিন জনগণের জন্য সুউচ্চ এই মূর্তিটি উন্মোচন করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অসম ক্ষেত্রের সহকারী প্রচারক বশিষ্ঠ বুজরবরুয়া। উল্লেখ্য, অসম তথা উত্তরপূর্বের মধ্যে এই শিবমূর্তিটি সব থেকে উঁচু। এর উচ্চতা ৯১ ফুট।

নলবাড়ির ১০০৮ শ্রী শ্রী বাবা দুধনাথ খারজারা আশ্রমের পাশে সিমেন্ট ও পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে এই মূর্তি। নলবাড়ির মহালক্ষ্মী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে মূর্তিটি নির্মাণ করেছে। নির্মাণের কাজে যুক্ত ছিলেন প্রদীপ পাল ও তাঁর ২০ জন সহযোগী শিল্পী। এর নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালে।

শিবরাত্রিতে মূর্তিটি উন্মোচনের পর অগণিত ভক্ত মূর্তি দেখতে সেখানে ভিড় জমান। খারজারা আশ্রম এলাকায় এক ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে শিবরাত্রিকে কেন্দ্র করে তিন দিন ধরে উতসবেরও আয়োজন করেছেন আশ্রম কমিটি। জনগণ মনে করছেন, এই সুউচ্চ শিবমূর্তিটি রাজ্যের পর্যটন শিল্পেও গতি আনবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker