Barak UpdatesHappeningsBreaking News

গণচাপে কাছাড়ের পূজা-এসওপি প্রত্যাহার? রাজ্য জুড়ে এক নিয়ম
Mass pressure leads to withdrawal of Durga Puja SOP in Cachar? Same rules to be throughout state

৬ অক্টোবরঃ গণচাপ ও জনপ্রতিনিধিদের অসন্তুষ্টিতে জেলাশাসক কীর্তি জল্লি দুর্গাপূজা নিয়ে জারি করা কাছাড়ের এসওপি কি প্রত্যাহার করে নিয়েছেন? ‘ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছাড়’-এর ফেসবুক পেজে অন্তত এমনই ইঙ্গিত মেলে। সোমবারই এর আভাস পাওয়া গিয়েছিল। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও জেলাশাসক কীর্তি জল্লিকে মঞ্চে রেখেই শিলচরের শাসকদলীয় বিধায়ক দিলীপকুমার পাল তাঁর অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন। এই এসওপি-কে অযৌক্তিক বলতেও ছাড়েননি।

Rananuj

রাতেই দেখা যায়, ফেসবুকে ‘ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছাড়’ নামে যে পেজ রয়েছে, সেখানে আচমকা কাছাড়ের এসওপি উধাও। মঙ্গলবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শহরের ২৪টি পুজো কমিটির এক প্রতিনিধিদল। সেখানেও তিনি জেলার এসওপি নিয়ে যুক্তি দেখানোর পথে হাঁটেননি। বরং মুখ্যসচিবের ১৬ সেপ্টেম্বর জারি করা এসওপি-র কথায় অধিক গুরুত্ব দেন। এর পরই জেলা প্রশাসনের ফেসবুক পেজে মুখ্যসচিবের এসওপি লাগানো হয়। তাতে জেলার এসওপি প্রত্যাহারের কথা স্পষ্ট করে না বললেও লেখা হয়েছে, রাজ্য জুড়ে ওই একই এসওপি।

ওই সরকারি পেজে এখন জেলার মানুষ তির্যক মন্তব্য করতেও ছাড়ছেন না। জনৈক প্রীতম দাস লিখেছেন, অবশেষে কাছাড় প্রশাসন বুঝতে পেরেছে, ৫ ফুটের উপর মা দুর্গার মূর্তি থেকে করোনা ছড়ায় না। রূপেশ নাথ, মিঙ্কু চক্রবর্তীর বক্তব্য, কাছাড়ের জেলাশাসকের চেয়ে মুখ্যসচিবের এসওপি-ই ভাল। অমিতকুমার শর্মা  এসওপি নিয়ে জেলা প্রশাসনের স্পষ্ট বক্তব্য জানতে চান।

এই স্পষ্ট বক্তব্য জানাটা এখন সাধারণ জনতার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। কারণ সংবাদ মাধ্যমের পক্ষেই তথ্যের সত্যতা যাচাই করা এখন কঠিন। গত কয়েক মাস ধরে জেলাশাসক সংবাদ মাধ্যমের অধিকাংশের ফোন ধরেন না। স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক ‘টেক্সট মি’ লিখে দায় সারেন। অন্যান্য কর্তারাও একে জিজ্ঞেস করুন, ওকে জিজ্ঞেস করুন বলে এড়িয়ে যান।

Also Read: DC Cachar issues SOP for celebration of Durga Puja in Cachar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker