India & World UpdatesSportsBreaking News
অবসর নিলেন যুবরাজ
Yuvaraj Singh retires from international cricket

১০ জুনঃ অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন যুবরাজ সিংহ।
২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি। দেশের হয়ে খেলছেন ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি। সোমবার সাংবাদিক বৈঠকে বললেন, এর মধ্যে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডকে এক ওভারে ছ’টি ছক্কা হাঁকানো, লাহোরে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তাঁর ক্রিকেটজীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।
তিনি বলেন, ‘‘আমি এই খেলাটা ভালবাসি। আবার এই খেলাটাকে আমি ঘৃণাও করি। ক্রিকেট আমাকে সুপারস্টার বানিয়েছে। আমাকে সব দিয়েছে। তাই এই খেলাটাকে আমি খুব ভালবাসি। কিন্তু এই ক্রিকেটই আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছে।’’
যুবি বললেন, ‘‘রোদের মধ্যে দৌড়নো আমার অভ্যাস ছিল না। ১০ বছর বয়সে আমাকে ১৬ বছর বয়সি ছেলের মতো দৌড়তে বাধ্য করা হত। আমার থেকে বয়সে বড় ছেলেদের সঙ্গে প্র্যাকটিস করতে নামতাম। ওদের মতো দৌড়তে না পারলে আমাকে বলা হত, বাড়ি চলে যা।’’
প্রসঙ্গত, ২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি নক আউট ট্রফিতে ভারতের হয়ে অভিষেক ঘটে তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮০ বলে ৮৪ রানের ইনিংস খেলে বিশ্বক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের ম্যাচে ৪১ রান করে ভারতকে ফাইনালে তোলেন। টি টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ছ’টা ছক্কা হাঁকান, ২০১১ বিশ্বকাপ প্রায় একার হাতেই জিতিয়ে দিয়েছিলেন যুবি। তার পরেই ক্যানসারে আক্রান্ত হয়ে ক্রিকেট থেকে সাময়িক বিরতির পরে ফিরে আসেন রাজকীয় ভাবে। আইপিএল খেলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছিলেন তিনি। সেই স্বপ্ন আর সফল হবে না বুঝতে পেরে বিশ্বকাপের মাঝখানেই অবসরের ঘোষণা করে দিলেন তিনি।
