Barak UpdatesBreaking News
উধারবন্দে টাকা ছিনতাই, গাড়ি ফেলেই পালাল ছিনতাইবাজYouth snatches money at Udharbond, leaves his car & fled away
১৯ এপ্রিলঃ এক যুবককে এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার অজুহাতে সেই টাকা নিয়ে পালিয়ে যাবার সময় দুর্ঘটনার মুখে পড়ল এক ছিনতাইবাজ। কিন্তু এরপরও সঙ্গে আনা গাড়িটি ফেলে ১৩ হাজার টাকা নিয়ে পালিয়েছে সে। শুক্রবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে উধারবন্দে।
এ দিন উধারবন্দের দিয়াজ কমপ্লেক্সে থাকা স্টেট ব্যাংকের একটি এটিএমে টাকা তুলতে এসেছিলেন অমরানগরের বাসিন্দা বকুল দাসের ছেলে মৃদুল দাস। টাকা তুলতে গিয়ে তার অসুবিধা হওয়ায় এক অপরিচিত যুবক সাহায্যে এগিয়ে আসে। এটিএম দিয়ে ১৩ হাজার টাকা তুলে কার্ডটি মৃদুলকে ফিরিয়ে দিলেও ওই ছিনতাইবাজ টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ওই যুবক দৌড়ে একটি মারুতি কারে গিয়ে ওঠে। মৃদুল রাস্তা আগলে রাখলে তাকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে সে। ততক্ষণে স্থানীয় কয়েকজন সেখানে জড়ো হয়ে গাড়িটির পিছু ধাওয়া করেন। কিন্তু উধারবন্দ সমবায় সমিতির সামনে গিয়ে গাড়িটি উলটে যায়। কিন্তু এরপরও ওই ছিনতাইবাজ টাকা নিয়ে সেখান থেকে গা ঢাকা দেয়। পরে পুলিশ সেখানে পৌছে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।