Barak UpdatesBreaking News

অভিশাপে মৃত্যু হেমন্তের ! সাধ্বী প্রজ্ঞার মন্তব্যে তদন্ত করছে কমিশন
BJP’s Sadhvi says Karkare died during 26/11 attack as she ‘cursed’ him

১৯ এপ্রিলঃ মুম্বই পুলিশের তৎকালীন অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের প্রধান হেমন্ত করকরের মৃত্যু হয়েছিল তাঁর ‘অভিশাপে’— বলছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাধ্বী প্রজ্ঞা তথা প্রজ্ঞা সিংহ ঠাকুর। বৃহস্পতিবার ভোপালে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘‘আমি বলেছিলাম, তুই ধ্বংস হয়ে যাবি। তার পর দু’মাসও কাটেনি…।’’

অভিযোগ পেয়ে সাধ্বীর বিরুদ্ধে এই বিতর্কিত মন্তব্যের জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক। অন্য দিকে ঘটনার তীব্র নিন্দা করেছে আইপিএস অফিসারদের সংগঠন। তবে বিজেপির বক্তব্য, তাঁরা হেমন্তকে সব সময় শহিদ হিসাবেই মর্যাদা দিয়ে এসেছে। এটি তাঁর ব্যক্তিগত  মন্তব্য বলেই বিবৃতি দিয়ে জানিয়েছে বিজেপি।

সাধ্বী প্রজ্ঞার মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ২৬/১১ মুম্বই জঙ্গি হামলায় নিহত এক সাহসী পুলিশ অফিসারের সম্পর্কে এই রকম মন্তব্য করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আবার টুইটারে অনেকেরই মত, এই কথা বলে কার্যত জঙ্গিদেরই সমর্থন করেছেন লোকসভা ভোটে ভোপাল কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী।

২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণের তদন্ত করেছিলেন হেমন্ত করকরে। সাধ্বী প্রজ্ঞা, লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত-সহ অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরণে ষড়যন্ত্রের চার্জশিট দিয়েছিলেন মুম্বই পুলিশের তৎকালীন এটিএস প্রধান করকরে। তার ভিত্তিতেই সাধ্বী-সহ অভিযুক্তরা গ্রেফতার হন।

মালেগাঁও বিস্ফোরণের এক নম্বর অভিযুক্ত সাধ্বীকে ২০১৫ সালে ক্লিনচিট দিয়েছিল এনআইএ। তাদের যুক্তি ছিল, সাধ্বীর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু আদালত তাতে সায় দেয়নি। আদালত বলেছিল, এটা মেনে নেওয়া কঠিন। কারণ বিস্ফোরণে সাধ্বীর মোটরসাইকেল ব্যবহার হয়েছিল। তবে তুলনায় কঠোর মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (মোকা) আইনে দোষী সাব্যস্ত না করে আনলফুল অ্যাকটিভিটিজ প্রিভেনশন অ্যাকটিভিটজ (ইউএপিএ) ধারায় শাস্তি ঘোষণা করে আদালত। ২০১৭ সালে জামিনে মুক্তি পান সাধ্বী।

এর পর লোকসভা ভোটের মুখে কিছু দিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker