NE UpdatesHappeningsBreaking News

ভাইরেংটিতে ৭ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত
Yaba tablets worth Rs.7 crore seized by BSF at Vairangte

১৮ ফেব্রুয়ারি: মিজোরামের ভাইরেংটিতে বাজেয়াপ্ত হল ৭ কোটি ২৯ লক্ষ টাকার মাদক ট্যাবলেট৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বিএসএফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ফাইসেনপেঙ ট্রাইজংশনে একটি বোলেরো গাড়িতে তল্লাশি চালায়৷ বাজেয়াপ্ত করে ১ লক্ষ ৪৫ হাজার ৮০০ টি ট্যাবলেট৷ ১৪ টি বড় ও ১টি ছোট প্যাকেটে  রাখা ছিল ওই ট্যাবলেটগুলি৷ গ্রেফতার করা হয়েছে দুজনকে৷  ৪৪ বছরের জর্জ খৌলরিং ও ২৩ বছরের স্যামুয়েল খৌলরিং৷ ধৃতদের বাড়ি মিজোরামের কোলাশিব থানা তুইথা গ্রামে৷ পরে স্থানীয় পুলিশ গিয়ে মাদক ট্যাবলেট সহ দুইজনকে নিজেদের কব্জায় নিয়ে যায়৷

Rananuj

বিএসএফের কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ার জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারিও আইজলে তাঁরা বাজেয়াপ্ত করে ২৩ হাজার ৮০০টি ট্যাবলেট৷ ৫ ফেব্রুয়ারি একই ধরনের অভিযান চালায় বিএসএফের ১৮২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা৷ মণিপুরের সাপরমনিয়ায় বাজেয়াপ্ত করেছিল ৩২ গ্রাম হেরোইন ও ৩৮০০ ইয়াবা ট্যাবলেট৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker