Barak UpdatesBreaking News

৬ রোহিঙ্গাকে জেরা, নতুন তথ্য মিলছে না
Six Rohingiyas interrogated but no new information as yet

২৭ জানুয়ারিঃ চুরাইবাড়িতে ধৃত রোহিঙ্গাদের ৬জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। ১০দিনের রিমান্ড। এরমধ্যে ২ দিন কেটে গিয়েছে। কিন্তু নতুন তথ্য মিলছে না বলেই পুলিশের এক সূত্র জানান। কোন পথে বাংলাদেশ থেকে তারা ভারতে ঢুকল, কীভাবে গুয়াহাটির উদ্দেশে বাসে রওয়ানা হল, সেগুলিই পুনরুল্লেখ করে চলেছে। কিন্তু পুলিশ তাদের জেরা করে দালালদের কাছে পৌঁছতে চাইছে। কারা রোহিঙ্গাদের মতো অবৈধ অনুপ্রবেশকারীকে মদত জোগাচ্ছে, তাদের সন্ধান করে চলেছেন করিমগঞ্জ জেলার পুলিশকর্তারা। সেইসঙ্গে তাদের অসম প্রবেশে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তাও খতিয়ে দেখছেন তাঁরা।

২১ জানুয়ারি রাতে অসম-ত্রিপুরা সীমান্তে ধরা পড়ে মোট ৩০ রোহিঙ্গা। তাদের মধ্যে ৯জন পুরুষ, ৯জন মহিলা এবং ১২জন শিশু। পরদিন আদালত সবাইকে করিমগঞ্জ জেলে পাঠায়। পুলিশ পরে পুরুষ সদস্যদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। আদালত ৬জনের রিমান্ড মঞ্জুর করে। বাকি ৩জনকে করিমগঞ্জ জেলে রাখতেই নির্দেশ দেওয়া হয়।

পড়ুন: করিমগঞ্জে আটক ৩০ রোহিঙ্গা

এ দিকে, করিমগঞ্জ জেলে মহিলা-শিশু মিলিয়ে ২১জনকে রাখার ব্যবস্থা নেই বলে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে শিলচর সেন্ট্রাল জেলে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker