Barak UpdatesHappenings
নিলামবাজার কাণ্ডঃ ত্রিপুরা থেকে ধরে আনা হয়েছে চালককে, বাজেয়াপ্ত গাড়িও
১৬ নভেম্বরঃ নিলামবাজার গণধর্ষণ মামলায় মুখ্য অভিযুক্ত গাড়িচালক আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। ত্রিপুরা থেকে তাকে ধরে আনা হয়েছে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তার গাড়িটিও। করিমগঞ্জের পুলিশ সুপার ময়াঙ্ক কুমার সোমবার এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরার দুই তরুণী ছয়জনকে অভিযুক্ত করেছিল। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে সবাইকে পুলিশ তুলে আনতে সক্ষম হয়েছে। কিন্তু প্রাথমিক তদন্তে একজন এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে নিশ্চিত প্রমাণ পেয়ে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ধৃত পাঁচজন অবশ্য জিজ্ঞাসাবাদে দুই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করে নেয়। কিন্তু তাদের দাবি, সবই হয়েছে সহমতের ভিত্তিতে। এজাহারের ছত্রে ছত্রে তরুণীরা মিথ্যে বলেছেন বলে জানায় তারা। ধৃতরা বলে, এরা মোটেও দুই বোন নয়। তাদের কারও মা শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন নন। এমনকি তারা শিলচরে যানইনি। আনোয়ারের গাড়িতে চেপে ত্রিপুরা থেকে সোজা নিলামবাজারে এসেছিলেন।
পুলিশ অবশ্য তাদের এই সব বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। এসপি ময়াঙ্ক কুমার বলেন, অভিযুক্তরা দোষ ঢাকতে কত কথাই বলে। সত্যাসত্য বোঝা যাবে তদন্ত চলাকালে। এ ছাড়া, ধর্ষণের অভিযোগের পর সহমতের ভিত্তিতে বা কোথা থেকে এলেন-গেলেন, এই সব কোনও যুক্তি নয়।
ডিআইজি দিলীপকুমার দে-ও বলেন, গণধর্ষণের মত ঘটনাকে তাঁরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। অভিযোগ পেয়েই এসপি, এএসপি, সিআই সবাই মাঠে ঝাঁপিয়েছেন। এর দরুনই দ্রুত অভিযুক্তরা ধরা পড়েছে। তিনি পুলিশ সুপারকে ধৃতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।