Barak UpdatesHappeningsBreaking News

অভিভাবকদের আন্দোলনে গুণোৎসব হতে পারেনি ছোট রামপুর স্কুলে

ওয়েটুবরাক, ৫ আগস্ট : ডলুর ছোট রামপুর এলপি স্কুলে গুণোৎসব হতে পারেনি শুক্রবার৷ ক্ষুব্ধ অভিভাবকরা এক্সটারনাল ইনভেজিলেটরকে ক্লাশে ঢুকতে দেননি৷ শেষে অবশ্য শিক্ষা বিভাগ ও জেলা প্রশাসনের মেজ-সেজ কর্তারা মাঠে নেমে অভিভাবকদের ক্ষোভ আপাতত প্রশমন করেন৷

অভিভাবকরা জানান, ছোট রামপুর এলপি স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে মামলা চলার দরুন তাঁর সরকারি অর্থ খরচের ক্ষমতা প্রত্যাহৃত হয়েছে৷ এর দরুন ভুগতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের৷ তারা মিডডেমিলের বদলে পায় শুধুই বিস্কুট৷ সব স্কুলে পড়ুয়াদের জন্য দুই সেট করে পোশাক পাঠানো হলেও পায়নি ছোট রামপুর স্কুলের ছেলেমেয়েরা৷ তাই তাঁরা এক্সটারনাল ইনভেজিলেটর হিসাবে নিয়োজিত পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দে-কে মূল্যায়নের সুযোগ দেননি৷

তিনি তখন সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে সব জানান৷ তিনি একজন ম্যাজিস্ট্রেট পাঠান৷ সঙ্গে যান ব্লক অ্যাকাউন্টেন্ট৷ কিন্তু অভিভাবকদের ইভ্যালুয়েশনের জন্য রাজি করানো যায়নি৷ প্রদীপবাবু ফিরে এসে সবকথা লিখিত ভাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানান৷ এর পর টনক নড়ে সকলের৷

বিভিন্ন মহল থেকে আলাপ-আলোচনার পর ইভ্যালুয়েশনে সম্মত করানো হয়৷ প্রধান শিক্ষক তথা স্কুল পরিচালন সমিতির সচিব বদলে দেওয়া হয়৷ ওইপদে আপাতত দায়িত্ব দেওয়া হয় অ্যাসিস্টেন্ট টিচার প্রবালকান্তি বর্মনকে৷ তবে এক্সটারন্যাল ইনভিজিলেটর হিসাবে প্রদীপ দে আর যাচ্ছেন না৷ শনিবার ওই স্কুলে৷ এক্সটারন্যাল ইনভিজিলেটর হিসাবে নিয়োগ করা হয়েছে রাধামাধব কলেজর ইতিহাসের বিভাগীয় প্রধান সুদর্শন গুপ্তকে ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker