Barak UpdatesBreaking News
ভোটের দিন পাহাড়ে বনধ ডাকল নতুন জঙ্গিদল36-hour bandh convened in 2 hill districts by new militant group
১৬ এপ্রিলঃ ভোটের দিন রাজ্যের দুই পাহাড়ি জেলায় ৩৬ ঘণ্টার বনধ ডেকেছে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি নামের এক জঙ্গিগোষ্ঠী। নতুন গজিয়ে উঠেছে এই সংগঠনটি। আত্মপ্রকাশের ঘোষণার সঙ্গেই ৩৬ ঘণ্টা বনধের কথা জানিয়েছে। সংগঠনটির প্রচার সম্পাদক রিংমাই ডিমাসা জানিয়েছেন, তাদের সভাপতি নাইসোদাও ডিমাসা। স্বঘোষিত স্বরাষ্ট্র সচিব হয়েছেন খেরেনিদাও ডিমাসা। তাঁর বিবৃতিতে অবশ্য লোকসভা নির্বাচনের কথা একবারের জন্যও উল্লেখ করা হয়নি। নেই ভোট বিরোধিতার কথাও। তবে সতর্ক করে দিয়েছেন, বুধবার বিকেল ৫টা থেকে ৩৬ ঘণ্টা বনধ চলবে। সে সময় যে কোনও ধরনের অঘটন ঘটতে পারে।
ডিমা হাসাও জেলার পুলিশ সুপার শ্রীজাত টি অবশ্য জানিয়েছেন, নতুন সংগঠনটিতে মাত্র ৫-৬জন যুবক রয়েছে। তাদের সন্ধানে আসাম রাইফেলসকে সঙ্গে নিয়ে তল্লাশিতে নেমেছে পুলিশ। এ ছাড়া, যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁরা প্রস্তুত রয়েছেন। তিনি জেলার মানুষকে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন।
এ দিকে, বিবৃতি পাঠিয়ে রিংমাই ডিমাসা জানান, ডিমাসা রাজত্ব ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। নিজস্ব জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক অধিকার তারা আদায় করেই ছাড়বেন।