Barak UpdatesHappeningsBreaking News
বিহাড়ায় লায়ন্স-লায়নেসদের আয়োজনে চক্ষু পরীক্ষা শিবির
ওয়েটুবরাক, ২৫ আগস্ট : লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেস এবং ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি’, লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় বিহাড়া ষষ্ঠ খণ্ড স্থিত আহমেদিয়া এমই মাদ্রাসায় “বিনামূল্যে ছানি সনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবির” আয়োজন করে। মোট ১৮২ জন রোগীকে চক্ষুরোগ বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা করা হয় এবং ২৩ জন রোগীর ছানি শনাক্ত করা হয়। তাদের বিনামূল্যে অপারেশনের জন্য শিলচর লায়ন্স আই হসপিটালে আনা হয়েছে৷
এছাড়াও ৪৬ জন রোগীকে আয়োজকরা বিনামূল্যে চশমা প্রদান করেন। ‘ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) কাটিগড়া বিধানসভা কমিটি এই ক্যাম্প আয়োজনে সহায়তা করেছে। স্কুল কর্তৃপক্ষ এবং ভিডিপি টিমকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব ভ্যালির সভাপতি সঞ্জীব রায় ও লায়নেস সভানেত্রী অঞ্জনা দেব। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শিবিরে উপস্থিত ছিলেন শুভ্রা ভট্টাচার্য , শাখি ভট্টাচার্য, অনিমেষ ভট্টাচার্য, বন্দিতা ত্রিবেদী রায়, তিলক চন্দ্র দাস, মাসিউর রহমান, সায়মা বেগম, কুতুব উদ্দিন, নাজিম উদ্দিন প্রমুখ। ইয়াসি-এর পক্ষে উপস্থিত ছিলেন কাটিগড়া বিধানসভা কমিটির সভাপতি সামসুল ইসলাম, ফকরুল ইসলাম, হিফজুর রহমান, জমিল আহমেদ প্রমুখ।