Barak UpdatesHappeningsBreaking News
এসভিইইপি সেলের ভোটার সচেতনতা অনুষ্ঠান শিলচর রেলস্টেশনেVoter awareness programme concludes in Cachar
৩০ মার্চ : কাছাড় জেলায় এসভিইইপি সেলের ভোটার সচেতনতার অনুষ্ঠান মঙ্গলবার শিলচর রেলস্টেশনে শেষ হয়েছে। এ দিন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের মিনি সচিবালয়ের সচিব জে আর লালসিম। তিনি প্রত্যেক জনগণকে ১ এপ্রিল ভোট দেবার আহ্বান জানান। তিনি আরও বলেন, এ বার ভোটার সচেতনতার জন্য গুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রেকর্ড গড়া দীর্ঘ রঙ্গোলি আঁকার পাশাপাশি বালুশিল্প, ঘুড়ি প্রতিযোগিতা, নৌকা দৌড়ও হয়। ‘গর্ব কাছাড়’এর জন্য ভোট দেবার কথাও তিনি বলেন।
শিলচর রেল স্টেশনের স্টেশন মাস্টার বিপ্লব দাস বলেন, ভোট সবার অধিকার। দেশের সঠিক উন্নয়নের জন্য প্রত্যেকেকে ভোট দিতে হবে। তিনি প্রত্যেককে ভোটের দিন এগিয়ে আসতে বলেন।
এ দিন রেল স্টেশনে ‘গর্ব কাছাড়’ লেখা গ্লো সাইনবোর্ডও লাগানো হয়। শুধু স্টেশন নয়, এ দিন শহরের অনেক পুরনো প্রতিষ্ঠানেও এই সাইনবোর্ডও লাগানো হয়। শিল্পীরা শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন। পথ নাটক পরিবেশন করে ‘সক্ষম’ সংস্থা। ভোটদানের জন্য শপথ পাঠও করানো হয়।