NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
দিগরখাল থেকে ফিরে এলো যানবাহন, আসাম সরকারের এনকোয়ারি কমিশন ঘোষণাVehicles return back from Digorkhal, Assam govt sets enquiry commission
ওয়েটুবরাক, ২২ নভেম্বরঃ মেঘালয়ে উত্তেজনার প্রেক্ষিতে কাছাড় থেকে কোনও যানবাহনকে ওই রাজ্যে ঢুকতে দেওয়া হয়নি। দিগরখালে সমস্ত গাড়িকে আটকে দেওয়া হয়। পরে সেগুলি ফেরানো হয়েছে বলে কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান। সতর্কতামূলক হিসেবেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে মেঘালয়ের রেজিস্ট্রেশন যুক্ত গাড়িগুলিকে যেতে দেওয়া হচ্ছে। একই ভাবে মেঘালয়ের মানুষদের নিজ রাজ্যে প্রবেশে কোনও বাধা নেই।
কাছাড়ের পুলিশ সুপার মাহাত্তা ঠিক এই সময়ে মেঘালয়ে প্রবেশ না করতে বরাক উপত্যকার মানুষের প্রতি অনুরোধ করেছেন। তবে গাড়িগুলিকে দিগরখালে বসিয়ে রেখে পরে ফিরিয়ে নিয়ে আসায় যাত্রীরা মুশকিলে পড়েছেন।
এ দিকে, আসাম সরকার এই ঘটনার জুডিশিয়াল এনকোয়ারি কমিশন ঘোষণা করেছে। একজন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে এর তদন্তের জন্য নিযুক্ত করা হবে। আগামী তিনমাসের মধ্যে তাঁকে তদন্ত রিপোর্ট পেশ করতে হবে