Barak UpdatesHappeningsBreaking News
কুম্ভীরগ্রামে দুর্ঘটনায় হত ১, আহত ৭Van falls in gorge at Kumbhirgram, 1 killed & 7 injured
ওয়েটুবরাক, ৩১ মে : কুম্ভীরগ্রাম সড়কে ইন্দোগ্রাম নেপালিবস্তি এলাকায় যাত্রীবাহী মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায়৷ চালক সহ নয়জন ছিলেন গাড়িতে৷ দুর্ঘটনার পরই চালক পালিয়ে যায়৷ মঙ্গলবার বিকালের এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলে প্রাণ হারান৷
পুলিশ জানিয়েছে, নিহতের নাম মানিক তন্তুবায়৷ কুম্ভীরগ্রাম চা বাগানের শ্রমিক৷ বাকি সাতজনই জখম হয়েছেন৷ তাদের শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে৷ এরাও চা শ্রমিক৷