NE UpdatesAnalyticsBreaking News
মাধ্যমিকের সময়সূচি ঘোষণা সেবার, শুরু ১৬ ফেব্রুয়ারি
গুয়াহাটি, ৯ অক্টোবর : সোমবার মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হলো। ২০২৩-২৪ বর্ষের মেট্রিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করে সেবা জানিয়েছে, আগামী ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে ৪ মার্চ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা থেকে।
সময়সূচি অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি থাকবে ইংরেজি পরীক্ষা। এরপর ২০ ফেব্রুয়ারি সমাজবিজ্ঞান, ২৩ ফেব্রুয়ারি এমআইএল, ২৬ ফেব্রুয়ারি সাধারণ বিজ্ঞান, ২৯ ফেব্রুয়ারি সাধারণ গণিত এবং ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। অন্যদিকে ২ ও ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
উল্লেখ্য, আসন্ন হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা ৫০ শতাংশ নম্বরের ওএমআর শিটে হবে। আলাদা উত্তরপত্রে হবে বাকি ৫০ শতাংশ নম্বরের পরীক্ষা। চলতি বছর থেকেই রাজ্যে শুরু হওয়া নতুন শিক্ষানীতির মাধ্যমে স্কুল সিদ্ধান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থী চারটি বিষয়ে ৫০% করে অবজেক্টিভ প্রশ্ন পেয়েছিল। মোট ১০০ নম্বরের মধ্যে ৪৫ নম্বর ছিল থিওরি এবং ৪৫ নম্বর ছিল অবজেক্টিভ। এছাড়া ১০ নম্বর ছিল ইন্টারনেল অ্যাসেসমেন্টে। তবে এমআইএল পরীক্ষা ও ঐচ্ছিক বিষয়ের প্রশ্ন আগের মতই ছিল।
প্রসঙ্গত, ২০২৪ সালের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রপত্র পূরণের জন্য গত ২৬ সেপ্টেম্বর সেবা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তাছাড়া অনলাইন প্রপত্র পূরণের দিন ৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অনলাইন মাশুল আদায়ের দিনও ৩১ অক্টোবর। সেবার বিজ্ঞপ্তি অনুযায়ী এবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়া পরীক্ষার্থীদের প্রপত্র পূরণের জন্য ২২০০ টাকা মাশুল হিসেবে দিতে হবে। তবে গরিব ছাত্র-ছাত্রীদের জন্য এই মাশুল ধার্য করা হয়নি।