NE UpdatesBarak UpdatesHappenings

ভাইয়ের বিরুদ্ধে মামলা, তিন বোনকে উলঙ্গ করে মার পুলিশের
Unable to trace an accused, police mercilessly beat his 3 sisters making them naked

সিপাঝাড়ের সাব-ইন্সপেক্টর সাসপেন্ড, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Sub-Inspector of Sipajhar suspended, CM orders enquiry

১৭ সেপ্টেম্বরঃ ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছিল কামরূপ জেলার সিপাঝাড় থানার অধীনস্থ বুঢ়া পুলিশ চৌকিতে। ইনচার্জ অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার তিন বোনকে তুলে নিয়ে যায়। রাতভর তাদের ওপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

Rananuj
Spots of police torture on 1 woman’s thigh

মঙ্গলবার ছাড়া পেয়েই তারা পুলিশ সুপারের কাছে নালিশ করেন। থানায় এফআইআর দায়ের করেন। তাতে ফাঁড়ির ইনচার্জ মহেন্দ্র শর্মা ও কনস্টেবল বিনীতা বড়োকে অভিযুক্ত করেন।

তাঁরা জানান, ভাই বকুল আলির বিরুদ্ধে কে কী অভিযোগে মামলা করেছে, তারা এর বিন্দুবিসর্গ জানেন না। কিন্তু ফাঁড়ি ইনচার্জ সাব-ইন্সপেক্টর মহেন্দ্র শর্মা তাদেরই তুলে নিয়ে আসে। রাতভর তাদের ওপর নির্যাতন চালানো হয়। কনস্টেবল বিনীতাকে সঙ্গে নিয়ে এমন পেটায় যে, তিনজনেরই সারা দেহে কালশিটে দাগ পড়ে যায়। এফআইআরে তারা উল্লেখ করেন, তাদের উলঙ্গ করে মারধর করা হয়। একসময় মহেন্দ্র তাদের যৌনাঙ্গেও হাত দেয়।

পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। মহেন্দ্র শর্মা ও বিনীতা বড়োকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ডিআইজি সেন্ট্রাল ব্রজেনজিত সিংহকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker