India & World UpdatesBreaking News
UK PM Boris Johnson now stable
ব্রিটেনের প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল

১২ দিন ধরে কোভিড-১৯-এ ভুগছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রবিবার সন্ধেবেলা হঠাৎ অসুস্থতা বেড়ে যায়৷ তাঁকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রটি জানান, চিন্তার তেমন কিছু নেই। জ্বর কমছে না বলে কিছু রুটিন পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রধানমন্ত্রীকে। সোমবার রাত ৮টা নাগাদ আইসিইউতে স্থানান্তরিত করা হয়৷ তবে এই সময়ে তিনি সুস্থই। অক্সিজেন দেওয়ার পর থেকে অনেকটা স্বস্তি বোধ করছেন৷
করোনা ধরা পড়ার পর গৃহবন্দি অবস্থাতেই দেশ সামলাচ্ছিলেন বরিস জনসন৷ সোমবার দুপুরে বিদেশমন্ত্রী ডমিনিক র্যাবকে অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর কাজ চালিয়ে যেতে বলেন। রানি দ্বিতীয় এলিজ়াবেথও বরিসের নিয়মিত খোঁজ নিচ্ছেন।