India & World UpdatesHappeningsBreaking News
শ্রমিক ট্রেনে শিশুর জন্ম দিলেন দুই মহিলাTwo women gives birth to babies in Sharmik train
২৫ মে : শ্রমিক স্প্যাশাল ট্রেনে ওডিশা থেকে ফেরার পথে শিশুর জন্ম দিলেন দুই পরিযায়ী মহিলা। দুই শিশুরই জন্ম হয়েছে রবিবার। এ দিন তেলেঙ্গানার কাজিপেট থেকে রওনা দেওয়া একটি শ্রমিক স্প্যাশালে চড়ে অন্যদের সঙ্গে স্বামী সহ ঘরে ফিরছিলেন এক মহিলা। কিন্তু তিতলিগড় স্টেশনে আসার পর মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। বিষয়টি জানার পরই ট্রেন থামিয়ে দেন চালক। মহিলাকে স্টেশনে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ছুটে আসেন রেলওয়ে ডিভিশনাল মেডিক্যাল অফিসার। গর্ভবতী মহিলার জরুরি পরিচর্যা করেন। শেষে একটি ফুটফুটে সন্তানের জন্ম দেন মহিলা। পরে মা ও শিশুকে তিতলিগড় সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে, আরেকটি ঘটনাও একইরকম হয় রবিবার। ট্রেনটি ঝাড়শুগুদায় পৌঁছনোর পর আরেকজন গর্ভবতী পরিযায়ী শ্রমিক মহিলার শারীরিক সমস্যা শুরু হয়। পরে স্টেশনে নামিয়ে পুলিশের গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই বাচ্চার জন্ম দেন এই মা।
বর্তমানে দুই মা সহ শিশুরা সুস্থ। এ ব্যাপারে খোদ ডিজিপিও নিজের টুইটারে লিখেছেন। এর আগে ৩৫ বছরের এক মহিলা করোনাকালেই শ্রমিক ট্রেনে আসার সময় শিশুর জন্ম দিয়েছিলেন। তিনিও কিন্তু ফিরছিলেন সেই ওডিশা থেকেই।